বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

ভেড়ামারায় পদ্মা নদীর ভাঙনে ব্যবস্থা গ্রহনের দাবীতে মানববন্ধন

প্রকাশিত হয়েছে -




মতিউর রহমান :





কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীর ভাঙনে ব্যবস্থা গ্রহনের দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় দুইপারে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
আজ ১৭ ই সেপ্টেম্বর মঙ্গলবার পাবনা-কুষ্টিয়া হাইওয়েতে উপজেলার পদ্মা নদীর ভাঙ্গন কবলিত বাহিরচর ইউনিয়ন সহ আশেপাশের প্রায় ১০ টি গ্রামের সকল বয়সের নারী পুরুষ সমাবেত হয়ে সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ও মানববন্ধন পালন করে। পরবর্তীতে ভেড়ামারার প্রশাসনের আশ্বাসে এলাকাবাসী এই অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে।
এরপর তিনি এলাকাবাসীকে নিয়ে নদী ভাঙ্গনকৃত ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন।

সকাল ১০টায় শুরু হওয়া অবস্থান কর্মসূচিতে ভুক্তভোগীদের মধ্য থেকে প্রায় হাজার খানেক নারী পুরুষ অংশগ্রহণ করে।

অবস্থান কর্মসূচিতে ভুক্তভোগীরা উল্লেখ করেন পদ্মা নদীর ভাঙ্গনে
ইতিমধ্যে বাহিরচর ইউনিয়নের হাজার হাজার একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।পদ্মা নদীর ভাঙ্গন এতটাই বিধ্বংসী রূপ নিয়েছে যে বর্তমানে এটা লোকালয়কে গ্রাস করছে। এ পর্যন্ত প্রায় ৪৭ টা বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। যদি উপযুক্ত ব্যবস্থা না নেয়া হয় তবে যে কোন সময় ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে।

স্থানীয় বাসিন্দা জমিরুদ্দিন মন্ডল বলেন, ফসলের জমিতো নদী ভাঙনে আগেই শেষ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু বলেন, ভাঙন রোধে কাজ চলমান রয়েছে। আরও প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে।