তিতাস আহম্মেদঃ
আজ সোমবার(১৬সেপ্টম্বর) বেলা ১২টার দিকে কুষ্টিয়া সদর উপজেলা ইবি থানার রনজিতপুর মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তনে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্বিয্যের মধ্যদিয়ে সারাদেশে ন্যায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হচ্ছে। আজ ১২ রবিউল আউয়াল। এ দিন মানব জাতির শিরোমণি মহানবী হজরত মুহম্মদ (সা.) এর জন্ম ও ওফাতের দিন। এ দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত। প্রায় এক হাজার ৪১২ বছর আগে এই দিনে আরবের মরু প্রান্তরে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)। আবার এই দিনে তিনি পৃথিবী ছেড়ে চলে যান।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা,দোয়া মিলাদ মাহফিল ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইসলামি সংগিত আয়োজন করা হয়।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেনের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ ইসমাই হোসেন( ক্রিয়া শিক্ষক), মোঃ নাসির আহমেদ (সহকারী শিক্ষক ধর্ম), মোঃ রাকিবুল ইসলাম মোঃ উম্মে হামিদা বাণু( সহ শিক্ষক বাংলা) মোছাঃআসমা আক্তার ( সহঃ শিক্ষক ইংরেজি) মোছাঃ শামিমা খাতুন ( সহ শিক্ষক বাংলা) মোছাঃ চামেলী পারভিন( সহ শিক্ষক ইংরেজি) মোছাঃ শিউলি পারভীন( সহঃ শিক্ষক ইংরেজি) মোছাঃ রজিনা খাতুন ( সহ শিক্ষক সমাজ) মোঃ গোলাম মোস্তফা( সহঃ শিক্ষক কম্পিউটার) মোঃ আজিবুর রহমান( সহঃ শিক্ষক বাংলা, সহকারী প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেনমোঃ আজমল হক( সাধারণ শিক্ষক সদস্য) মোছাঃ শিউলী পারভীন(সংরক্ষিত মহিলা সদস্য,মোঃ মনিরুল ইসলাম সহ শিক্ষির্থী বিন্দু।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়টির ধর্মীয় শিক্ষক নাসির আহম্মেদ দোয়া ও সকলের সুস্বার্থ কামনা ও মিষ্টি বিতরণের মাধ্যমে সমাপ্তি হয়।