কুষ্টিয়া প্রতিনিধিঃ
শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখা। এ সংগঠনের সদস্য সচিব ও জেলা বিএনপির সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু’র উদ্যোগে কবর জিয়ারত ও এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বাদ আছর জেলার কুমারখালী উপজেলার কয়া ইউপির রায়ডাঙ্গা গ্রামে আবরার ফাহাদের কবর জিয়ারতের জন্য সেখানে অবস্থান নেয় সম্মিলিত পেশাজীবি পরিষদের নেতৃবৃন্দ।
এসময় এ্যাড. অপু বলেন, শহীদ আবরার ফাহাদ আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতীক এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তিনি ছিলেন একজন সাচ্চা দেশপ্রেমিক। শহীদ আবরার ফাহাদের নামে কুষ্টিয়া স্টেডিয়ামের নামকরণ করার জোর দাবি জানান তিনি। এর আগে শহীদ আবরার ফাহাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া শহর যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সুমন, কুষ্টিয়া পৌর ৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জালাল উদ্দিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনির, শহর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রিংকু, শহর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুর রউফ রুবেল। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি সমর্থক কর্মী সাদ্দাম হোসেন জীবন, জহুরুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান সিয়াম, মনিরুল ইসলাম মিনা, কয়া ইউনিয়ন যুবদল নেতা শামীম হোসেন, ইউনিয়ন ছাত্রদল নেতা মাসুদ প্রমুখ।
উল্লেখ্য, বুয়েটের তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী ছিলেন কুষ্টিয়ার আবরার ফাহাদ। ২০১৯ সালের ৭ অক্টোবর করুণ মৃত্যু হয় তার।