বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

ইবিতে ভিসি নিয়োগের দাবিতে ও পাহাড়ি এলাকায় দাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

প্রকাশিত হয়েছে -




সাকিব আসলাম (ইবি):





ইবিতে উপাচার্য নিয়োগে কালক্ষেপণ হওয়ায় ও পাহাড়ি এলাকায় দাঙ্গার প্রতিবাদে শিক্ষার্থীরা পৃথক ভাবে বিক্ষোভ মিছিল সহ মহাসড়ক অবরোধ করে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ইবির শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে (কুষ্টিয়া-খুলনা) মহাসড়ক অবরোধ করে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইবিতে ভিসি নিয়োগের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেন। এর আগে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সড়কগুলি প্রদক্ষিণ করে। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেয়। শিক্ষার্থীদের দাবীতে জানা যায়, ইতিমধ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ প্রদান সম্পন্ন হলেও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্যের নিয়োগ না হওয়ায় দীর্ঘসূত্রতার প্রতিবাদে শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল সহ মহাসড়ক অবরোধ করে। এসময় শিক্ষার্থীদের হাতে থাকা প্লাকার্ডে দেখা গেছে,

সবাই যখন স্বর্গে, ইবি কেন মর্গে” ঢাবি, জাবি ভিসি পায়, ইবি কেন পিছিয়ে যায়” ভিসি নিয়ে নয় ছয়, আর নয় আর নয়; ভিসি ভিসি ভিসি চাই, ইবিতে ভিসি চাই ইত্যাদি স্লোগান দিতে থাকেন। তাদের হাতে সংস্কারমনা ভিসি চাই; সেশনজট নিরসন চাই” বিশ্বমানের ভিসি চাই, শিক্ষার্থীবান্ধব ভিসি চাই” সৎ ও সাহসী ভিসি চাই” ক্লাস চাই পরীক্ষা চাই, অবিলম্বে ভিসি চাই” ক্লিন ইমেজের ভিসি চাই” রেকর্ড দেখে ভিসি দিন, দূর্নীতির খবর নিন’ ইবির আঙিনায়, দূর্নীতিবাজের ঠাই নাই।

সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচার পতনের দীর্ঘদিন ফিরে গেলেও এখনো আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ হয়নি। আমরা ভিসির দাবীতে ইতোপূর্বে আন্দোলন করলেও তারা কোন পদক্ষেপ নেন নাই, তার ফলশ্রুতিতে আজকের ব্লকেড দেওয়া হয়েছে। একই সাথে পদত্যাগ করা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগদান সম্পন্ন হয়ে শিক্ষা কার্যক্রম সচল হলেও ইবিতে অচল অবস্থা বিরাজ করছে। অতি দ্রুত একজন দক্ষ, যোগ্য ও ক্লিন ইমেজের উপাচার্য নিয়োগ দিয়ে শিক্ষা কার্যক্রম সচল করতে হবে। নইলে ছাত্রসমাজ আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

এদিকে একই দিনে বিকেল ৫টার দিকে ইবির প্রধান ফটকে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। গত ১৯সেপ্টেম্বর পাহাড়ি এলাকার দিঘীনালা, উপালিপাড়া, খাগড়াছড়ি এবং ২০সেপ্টেম্বর রাঙ্গামাটিতে সেটেলার কর্তৃক সাম্প্রদায়িক দাঙ্গার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় পাহাড়ি এলাকার ইবিতে পড়ুয়া শিক্ষার্থীরা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পাহাড়িদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও রাঙ্গামাটিতে দাঙ্গার ঘটনায় তীব্র নিন্দা জানান। উক্ত ঘটনায় নিহত ও আহতের ঘটনা ঘটেছে, যারা এঘটনার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানায় শিক্ষার্থীরা। এক শিক্ষার্থী জানায়, আমরা স্বাধীন দেশে স্বাধীন ভাবে বাঁচতে চাই। আমাদের পরিচয় আমরা সবাই বাংলাদেশী। আমরা আদিবাসী হয়ে কেনো স্বাধীন ভাবে বাঁচতে পারবো না। আমাদের অধিকার স্বাধীন ভাবেই পেতে চাই।