নিজস্ব প্রতিনিধিঃ
গত কয়েকদিনের তীব্র তাপদাহে মানুষের জীবন ছিলো ভোগান্তিতে। ভ্যাপসা গরমে নাকাল ছিল জনজীবন।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে সূর্যের তাপদাহ গরম’ অবশেষে কুষ্টিয়াতে স্বস্তির বৃষ্টির দেখা মেলে। দিনটিতে সন্ধা ছয়টার দিকে আকাশে মেঘ জমতে থাকে। এর কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়। এতে কিছুটা গরম কমলে স্বস্তি মেলে জনজীবনে। এসময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিকে উপেক্ষা করে শহরের ব্যস্ততম সড়কে ছাতা হাতে চলতে দেখা যায় মানুষকে। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি এ বৃষ্টিপাত। তবুও কিছুটা স্বস্তি ফিরেছে কুষ্টিয়াতে।