বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর সেমিনার 

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিনিধিঃ





আদর্শ রাষ্ট্রনায়ক মহানবী (সাঃ) শ্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে কুষ্টিয়ার জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা আবুল হাসেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি কমার্স কলেজের সাবেক অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন, প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান, প্রধান আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামী স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ ছ ম তরিকুল ইসলাম, এছাড়া বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদিস এন্ড ইসলামী স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান।

সেমিনারে কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামী’র সাধারণ সম্পাদক অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দ্দারের সার্বিক তত্ত্বাবধায়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কুষ্টিয়া জেলা উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বিশ্ব মানবতার দূত মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবনের আদর্শ ও তাঁর পরিচালাতি রাষ্ট্রের আলোকে আদর্শ রাষ্ট্র, সমাজ ব্যবস্থাসহ নিজেদের জীবন গঠনের কথা বলেন।