বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

আন্দোলনে আহত হিল্লোলের সঙ্গে সাক্ষাৎ করলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সম্পাদক রাজিব আহসান

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিবেদক :





বৈষম্যবিরোধী আন্দোলনে আহত কুষ্টিয়া শহর স্বেচ্ছাসেবক দলের অন্যতম যুগ্ম আহবায়ক কোরবান শেখ হিল্লোলকে দেখতে যান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান।

গত শনিবার (২১ সেপ্টেম্বর) আগারগাঁও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ফখরুল ইসলাম রবিন, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র সংসদের সাবেক ভিপি ইউসুফ বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, জেলা ছাত্রদলের সাবেক নেতা আমজাদ হোসেন দুলাল, আশরাফুল ইসলাম অনিক, খলিশাকুন্ডি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাফিজ মালিথা বাপ্পী।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেন, ‘দেশকে স্বৈরাচারমুক্ত করতে, মানুষের কথা বলার অধিকারসহ রাজনৈতিক অধিকার ফিরিয়ে আনতে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন, তারা এই দেশের বীর সন্তান।

তাদের আত্মত্যাগ ও বীরত্ব জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বাংলাদেশের ইতিহাসে তাদের আত্মত্যাগের নজির চির ভাস্বর হয়ে থাকবে।’
তিনি বলেন, ‘ফ্যাসিবাদ সরকারের কাছে অধিকার চাইতে গিয়ে এ দেশের ছাত্র-ছাত্রী ও নারী-শিশুসহ শত শত মানুষ শহীদ হয়েছে। হাজার হাজার মানুষ আহত ও পঙ্গুত্ববরণ করেছে।

আমরা তাদের প্রতি গভীর সমবেদনা জানাই। নিহতদের জন্য শাহাদাতের মর্যাদা কামনা করছি ও আহতদের আশু সুস্থতা কামনা করছি।’
এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সংঘটিত গণহত্যার জন্য শেখ হাসিনাকে দ্রুত বিচারের মুখোমুখি করার এবং নিহত প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার উদাত্ত আহ্বান জানান।