বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুমারখালীর মনোহরপুর-সদরপুরবাসীর উঠান বৈঠকে এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদি

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিনিধিঃ





কুষ্টিয়া কুমারখালী উপজেলার মনোহরপুর- সদরপুর এলাকায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে শেখবাড়ি প্রাঙ্গনে এলাকাবাসীর আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন, এশিউর গ্রুপের চেয়ারম্যান বিএনপি নেতা শেখ সাদি।
তিনি বলেন, বিএনপি দলকে সংস্কারের জন্য কাজ করছি, দল যদি আমাকে যোগ্য মনে করে আগামী দিনে ধানের শীষ প্রতীকে মনোনীত করে তাহলে নির্বাচনে প্রার্থী হিসেবে থাকবো। আমি ধানের শীষের বাইরে যাবো না। এখন সময় এসেছে সময়কে কাজে লাগিয়ে কাজ করতে হবে। আপনারা আমাকে ভালোবাসলে একেক জন শেখ সাদী হয়ে কাজ করবেন।
শেখ সাদি বলেন, দলের মধ্যে কোন বিশৃঙ্খলা করা যাবে না। যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তারা শেখ সাদীকে কাছে পাবে না। আগামী দিনে কুষ্টিয়াকে আমি সাজাতে চাই, তথা কুমারখালী ও খোকসা উপজেলা সহ নন্দলালপুরের মনোহরপুর- সদরপুর গ্রামকে আদর্শ গ্রামে রুপান্তরিত করতে চাই। এই দুই গ্রামে কোন লোকের সাথে কোন লোকের যেন দন্দ্ব না থাকে বা কারো বিরুদ্ধে যেনো মিথ্যা মামলা না হয়। নিজেদের মধ্যে দলাদলি করলে আমাদের লক্ষ্যে পৌছাতে পারবো না।
তিনি আরো বলেন, ক্ষমতার অপব্যবহার করা যাবে না। কেউ ভূল করলে তাকে সংশোধন হওয়ার সুযোগ দিতে হবে। এবং আমাদের ছায়াতলে কেউ আসতে চাইলে তাকে স্বাগত জানাতে হবে। বিএনপি দলের ভোটের অভাব নেই, আমাদের দলকে ভারি করতে অন্য দলের নেতাদের দরকার নেই। কোন দলের সদস্যও যেনো বিএনপি দলে প্রবেশ করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তারা আপনাদের সাথে থাকলে কোন সমস্যা নেই, তবে বিএনপি সহ তার সহযোগী সংগঠনগুলোতে যেনো পদ না পায়৷ অনু প্রবেশকারীকে পাত্তা দিলে দলের নেতাকর্মীদের মাঝে কষ্ট থেকেই যাবে। সকল ভেদাভেদ ভূলে আগামী দিনের জন্য কাজ করতে হবে। এসময় তিনি কুষ্টিয়া জেলা বিএনপির নতুন কমিটিকে অভিনন্দন জানান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক সভাপতি ওমর ফারুক। নন্দলালপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা আব্দুল হাই, আব্দুল মেরিন, মাবুদ, আব্দুল হাসেম, কুরবান আলী, সিরাজুল ইসলাম সিনিয়র সহ-সভাপতি, শহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক ৬নং ওয়ার্ড বিএনপি, তসলেম উদ্দিন ইউনিয়ন জামায়াতের আমির। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের দু হাজারের অধিক নেতাকর্মী। এর আগে অনুষ্ঠানের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।