বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়ায় ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

প্রকাশিত হয়েছে -





নিজস্ব প্রতিনিধি:





ভারতে মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ রাসুল সাঃ কে নিয়ে কটুক্তি ও বিজেপির সংসদ নিতেশ রানের সমর্থনের প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ জুম্মা কুষ্টিয়া শহরের বড় জামে মসজিদ থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের মজমপুর মোড়ে এসে শেষ হয়। পরে সেখানেই শুরু হয় সংক্ষিপ্ত সমাবেশ। এর আগে ইসলামী আন্দোলন দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করে।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি রাকিবুল ইসলাম। সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ সাব্বিরের পরিচালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহমদ আলী, সাধারণ সম্পাদক গোলাম তাওহীদসহ দলটির নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন শহরের এনএস রোড, থানা ট্রাফিক মোড় ও মজমপুর এলাকা। সমাবেশে বক্তারা বলেন, ভারতের হিন্দু পুরোহিত আর রামগিরি মহারাজ আমাদের প্রাণপ্রিয় মহানবী হযরত মুহাম্মদ সাঃ এর বিরুদ্ধে কটুক্তি করে বিশ্ব মুসলিমের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে আর সেই আগুনে ঘি ঢেলেছে গুজরাটের কসাই নরেন্দ্র মোদির দল বিজেপির সাংসদ নিতেশ রানে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সেই সাথে মহানবী অবমাননাকারীদের গ্রেফতার করে সঠিক বিচার না করলে ভারতকে এর চরম মূল্য দিতে হবে। মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপির সাংসদ নিতে রানে কে দ্রুত গ্রেফতার করতে ভারতীয় কেন্দ্রীয় সরকারের কাছে জোর দাবি জানান বিক্ষোভকারীরা।