বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়া শহরের আদর্শপাড়ায় সামাজিক নিরাপত্তা নিশ্চিতে মতবিনিময় অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে -





নিজস্ব প্রতিনিধিঃ





কুষ্টিয়া শহরের আদর্শপাড়ায় স্থানীয়রা নিজ উদ্যোগে নিরাপত্তা নিশ্চিতে কমিটি গঠন করেছেন।
শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নাজির মোড় মুজিবুর রহমান সড়কের সংলগ্ন “কে লোকাল ফাস্ট ফুড এন্ড পার্টি সেন্টারে সামাজিক নিরাপত্তা নিশ্চিতে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে চুরি ডাকাতির আতঙ্কে নির্ঘুম রাত কাটছে মানুষের। সন্ধ্যার পর থেকে মানুষ আতঙ্কে থাকেন। এজন্য আদর্শপাড়া এলাকার নিরাপত্তা নিশ্চিতে বিশিষ্ট সমাজ সেবক আনোয়ার হোসেন আনুর উদ্যোগে শহরের আদর্শপাড়ায় কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটির সভাপতি হয়েছেন একরামুল হক, সহ-সভাপতি উজ্জ্বল হোসেন ও সাধারণ সম্পাদক শাহিন আলী। কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন মিজানুর রহমান, হুমায়ুন কবির, কামরুজ্জামান, আনোয়ারুল ইসলাম, বকুল হোসেন, ইউসুফ আলী, লুৎফর রহমান। এসময় উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত মতবিনিময় সভায় সকলের উপস্থিতিতে পাহারাদার বাড়ানোর সিদ্ধান্ত হয়। এসময় আনোয়ার হোসেন আনু বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধ হব। আমরা কাউকে ফেলে দিতে চাইছি না। আমরা সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতে চাচ্ছি। এছাড়া আইন শৃংখলা রক্ষাকারীদের ভূমিকা অত্যন্ত জরুরি বলে মনে করেন তিনি।