নিজস্ব প্রতিনিধিঃ
কুষ্টিয়ায় উলামা ও ইমাম পরিষদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কুষ্টিয়া শহরে জেলা উলামা পরিষদ ও ইমাম পরিষদের উদ্যোগে, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া জেলা উলামা পরিষদের সভাপতি মুফতি আব্দুল হামিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম নদবি’র সার্বিক পরিচালনায় এ কর্মসূচি পালিত হয়। এতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফ খা, অর্থ সম্পাদক মাওলানা আব্দুল খালেক, প্রচার সম্পাদক মাওলানা ইলিয়াস শাহ সহ জেলা উলামা ও ইমাম পরিষদের হাজারের অধিক নেতাকর্মী।
এসময় জেলা উলামা পরিষদের সভাপতি মুফতি আব্দুল হামিদ বলেন, ভারত সরকারকে পরিষ্কার ভাবে বলে দিতে চাই, ভারতের মোদি সরকার তুমি জেনে রাখো তোমাদের দেশের মধ্যে বার বার আমাদের বিশ্বনবীর বিরুদ্ধে অবমাননা আলোচনা করা বক্তব্য প্রদান করা হচ্ছে, তোমার দেশের মধ্যে মসজিদ ভাঙা হচ্ছে, তুমি নিরব ভূমিকা পালন করে তাদেরকে স্বমর্থন করে যাচ্ছো, এতে মোদি তুমি ভালো থাকবে না, তোমার ভারত ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। বর্তমান সরকারকে ভারতের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব রাখার দাবী জানান।
তিনি আরো বলেন, আমাদের দেশে বিভিন্ন সুযোগ সন্ধানী মানুষ চক্রান্ত করার জন্য ওত পেতে বসে আছে। এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে আমাদের দেশের কোন হিন্দু সম্প্রদায়ের উপর কেউ যেন অত্যাচার বা আক্রমন করতে না পারে, এব্যাপারে সকলকে সজাগ থাকার আহ্বান জানান। কোন কু-চক্রিমহল যদি স্বার্থ উদ্ধার করার জন্য চক্রান্তের চেষ্টা করে তাদেরকে গণধোলাইয় দেওয়ার হুশিয়ারী দিলেন। এবং তাদেরকে প্রশাসনের হাতে তুলে দেওয়ার কথা জানান। মিরপুরের কুখ্যাত আমিরুল কর্তৃক হাদিনকে অস্বীকার করে আমাদের নবী ও হাদিসের উপর যে আঘাতহানা হয়েছে তার তীব্র নিন্দা জানান। আমিরুলের ফাঁসির দাবি করে তাকে ফাঁসি দিতে হবে দিতে হবে দিতে হবে বলে দাবি রাখেন। এছাড়া অন্যান্য বক্তারাও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন।