বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

খেলাধুলা পারে যুবসমাজকে নেশা থেকে দূরে রাখতে: শহর যুবদল নেতা সুমন

প্রকাশিত হয়েছে -





নিজস্ব প্রতিনিধিঃ





ক্রীড়া দেয় সুস্থ দেহ সুন্দর মন’ সমাজ থেকে কুসংস্কার, অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষার বিকল্প নেই, তেমনি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোনো বিকল্প নেই। ফুটবল টুর্নামেন্ট খেলা উদ্বোধনকালে কুষ্টিয়া শহর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমন এসব কথা বলেন। তিনি আরো বলেন, খেলাধুলাই পারে যুবসমাজকে নেশা থেকে দূরে রেখে নেশামুক্ত সমাজব্যবস্থা গড়তে। মানুষের কাছে ফুটবল এখনো সবচেয়ে জনপ্রিয় খেলা।

এসময় মোস্তাফিজুর রহমান সুমন উল্লেখ্য করে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর অবদান ক্রীড়া ক্ষেত্রে অনস্বীকার্য। আরাফাত রহমান কোকো কখনও খেলার ভেতরে রাজনীতিকে অন্তর্ভুক্ত করেননি। খেলাকে তিনি করেননি দলীয়করণ। তিনি সম্পূর্ণরূপে ক্রীড়া সংগঠক ছিলেন। তাই লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থী সহ যুবসমাজকে খেলাধুলা করারও সুযোগ করে দিতে হবে।

বুধবার (০২ অক্টোবর)  বিকেলে কুষ্টিয়া জেলা স্টেডিয়ামে শহরের ৫ নং ওয়ার্ড যুবসমাজের উদ্দ্যোগে এক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিবুল হাসান রিংকু, যুবদল নেতা তরিকুল ইসলাম তারেক, আব্দুল্লাহ আল মামুন, রহমতুর রব এঞ্জেল, আল আমিন, শফিকুল ইসলাম স্বাধীন, শাহ আলম লিটন, রাব্বি, সজল, নাওন, শাওন, সুজন, পিয়ন্ত, স্বাধীন, রনি, প্রত্যয় প্রমূখ।