আকতার মিয়া, কক্সবাজার:
কক্সবাজারের মহেশখালীতে সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আব্দু রশিদ (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ১ জন।
শুক্রবার (৪ অক্টোবর) বিকেল ৩ টায় মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের মধ্যম ষাইটমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দু রশিদ শাপলাপুর ৫নং ওয়ার্ডের মৃত জুলু মিয়ার ছেলে এবং তিনি শাপলাপুর বাজারের একজন ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ষাইটমারা এলাকায় সড়কে একটি সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে রশিদ আহমেদ নামে ওই ব্যক্তি নিহত হন। এ ঘটনায় আহত অপর ব্যক্তিকে উদ্ধার করে চকরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহেশখালী থানার ওসি মো. কাইছার হামিদ বলেন, মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।