1. admin@protisomoyersomachar.com : admin : chayan ahmed
কুষ্টিয়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে আটক-২৫ - দৈনিক দিনের সমাচার
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল সনদে চাকরি নেওয়া কুষ্টিয়ার আওয়ামী লীগ নেত্রী চাকরিচ্যুত কুষ্টিয়া চেম্বারের পরিচালকের সাথে জাতীয় পার্টির (কাজী জাফর) শুভেচ্ছা বিনিময় তারুণ্যের শক্তিতেই মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব — জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় সহ-সম্পাদক সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের প্রধান হলেন সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কুষ্টিয়ায় রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, অস্ত্রের মুখে চিকিৎসার টাকা লুট কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির মতবিনিময় নেতাকর্মীদের বই উপহার দিয়ে প্রশংসিত জিয়া সাইবার ফোর্সের নেতা পলাশ কুষ্টিয়ায় বাসের ধাক্কায় নারী আইনজীবীর মৃত্যু জিয়া সাইবার ফোর্সের সহ তথ্য ও গবেষণা সম্পাদক হলেন পলাশ

কুষ্টিয়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে আটক-২৫





নিজস্ব প্রতিনিধিঃ





কুষ্টিয়া জেলায় শুরু হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান। গত দুইদিনে বিশেষ অভিযানে ২৫জন আসামীকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। বৃহস্পতি ও শুক্রবার (৩ ও ৪ অক্টোবর) দুইদিন ভোর থেকে শুরু হয় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান। কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

আসামীরা হলেন, কুষ্টিয়া শহরের হাউজিং এলাকার মৃত মীর ইয়াকুব আলীর পুত্র মীর শওকত আলী বকুল (৬০), সদর উপজেলার দহকুলার মৃত আহম্মদ আলীর পুত্র আঃ হান্নান (৫৪), জেলার খোকসা উপজেলার মৃত বদরুল আলমের পুত্র আরিফুল আলম (৬০)। এদের ২অক্টোবর আটক করে। খোকসা উপজেলার আমবাড়িয়া বৈরাগীপাড়ার করিম প্রমানিকের পুত্র হৃদয় হোসেন (১৮) ও আমবাড়িয়া তাহেরপুরের ফজলুর রহমান মন্ডলের পুত্র রাইসুল ইসলাম (১৯)। রাজবাড়ী পাংশা থানার মৌরাট ধুলিয়াটের আকবর হোসেন বিশ্বাসের পুত্র আনিসুর রহমান অনিক (১৯), মেহেরপুর সদরের ৭নং ওয়ার্ড মল্লিকপাড়ার মামুনুর রশিদের পুত্র তাহসান রশিদ ওরফে নাবিল (১৯), কুষ্টিয়া খোকসা উপজেলার আমবাড়িয়া গোঁসাইডাঙ্গার রাজু সর্দারের পুত্র রাব্বি হোসেন (২২)। কুষ্টিয়া শহরের চরমিলপাড়ার আব্দুল রশিদের পুত্র মিরাজ শেখ (৩০), তিনি একজন কয়েদী, তার কয়েদী নং- ২৫০২/২৪। কুষ্টিয়া মিরপুর উপজেলার বুরাপাড়ার (ডা: পাড়া) এ এইচ এম ময়নুল হকের পুত্র আসাদুজ্জামান সুমন (৪২) ও একই উপজেলার লক্ষীধড়দিয়াড় মৃত তবেজ আলীর পুত্র বকতিয়ার রহমান (৬৪), ইবি থানার শাহাপুরের জিয়ারত আলীর পুত্র সাইফুল ইসলাম (৪০), সুনামগঞ্জ জেলা জামালগঞ্জ থানা রুপাবালি এলাকার সুলতান উদ্দিনের পুত্র শাহিনুর পাশা (৪০), মামলা নং-২৯। কুষ্টিয়া শহরের পূর্ব মিলপাড়ার মৃত আলী হোসেনের পুত্র নুর আলম (৫৭) ও একই এলাকার মৃত শওকত আলীর পুত্র রুস্তম আলী (৪৪), চর মিলপাড়ার মৃত মনোহর মোল্লার পুত্র সুজাত আলী মোল্লা (৩৬), মিলপাড়ার মৃত আহমদ আলীর পুত্র গোলাম মোস্তফা (৬১), সিরাজগঞ্জ শাহাজাদপুর থানার বিনোটিয়ার রহমান আলীর পুত্র আলামিন (২৪) সে বর্তমানে কুষ্টিয়া সদর উপজেলার জেলখানা মোড়, পেয়ারাতলা মোড় (মসজিদের পাশে) এলাকার বাসিন্দা। সদর উপজেলার উদিবাড়ীর মৃত মতিয়ার রহমানের পুত্র জাফর ইকবাল (৪৪)। ইবি থানার বেড়বাড়াদীর মৃত আতর আলীর পুত্র আলফাজ মন্ডল (৪৫) ও একই থানার রনজিৎপুর গ্রামের মৃত হিয়াজতুল্লাহ’র পুত্র বজলুর রহমান (৬৮), সদর উপজেলার হাটশহরিপুর বোয়ালদাহ কান্তিনগরের মৃত সরেদ গাইন এর পুত্র মান্নান গাইন (৪৮) ও একই গিয়াস উদ্দিনের পুত্র বাবু আহমদ (৪০)। সদর উপজেলার চরকুঠিপাড়ার মৃত সোনার পুত্র আসলাম (৩৭) ও কুঠিপাড়ার জামাল হোসেনের পুত্র শরীফ (৩৮) ও মৃত ইউসুফের পুত্র লিটন (২৪)। উক্ত আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় চাঁদাবাজ, দখল, হত্যা, জেল পলাতক সহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানা গেছে। এছাড়া সম্প্রীতি ঘটে যাওয়া বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের পরিবার থানায় মামলা করেছে। এসব মামলার বেশকয়েকজন আসামীও এতে রয়েছে।

গত দুইদিনের অভিযান শেষে আটকদের বৃহস্পতিবার দুপুরে ও শুক্রবার বিকেলে কুষ্টিয়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুল হক চৌধুরী।

এই ক্যাটাগরির আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক দিনের সমাচার
Theme Customized By Theme Park BD
error: Content is protected !!