আকতার মিয়া, কক্সবাজার :
কক্সবাজারের মহেশখালী-বদরখালী সেতুর পশ্চিমে টমটম-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। ৪ জন কে আশংকা জনক অবস্থায় বদরখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকী ৪ জন কে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার (৫ অক্টোবর) সন্ধা ৭ টায়।
জানা যায়, চকরিয়া উপজেলার বদরখালী স্টেশনে থেকে একটি টমটম গাড়ী যাত্রী নিয়ে মহেশখালীর শাপলাপুরে যাচ্ছিল।উক্ত গাড়ীটি মহেশখালী-বদরখালী সেতুর পশ্চিমে পৌছার মাত্রই বিপরীত দিক থেকে আসা সিএনজি গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে উভয় গাড়ী দুটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে উভয় গাড়ীর ৮ জন যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে প্রাথমিক চিকিৎসা দিয়ে ৪ জন কে ছেড়ে দিলে ও বাকী ৪ জনকে বদরখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভর্তি কৃতরা হচ্ছে মহেশখালী শাপলাপুরের জে.এম. ঘাট এলাকার বাসিন্দা টমটম গাড়ীর ড্রাইভার গুরামিয়া, টমটম যাত্রী একই ইউনিয়নের জে.এম.ঘাটের বাসিন্দা বদি উল আলম, জামির ছড়ি গ্রামের বাসিন্দা শামসুল আলম ও তার শিশু পুত্র তামিমুল ইসলাম। ডাক্তার রাকিবুল হাসান জানিয়েছেন ড্রাইভার গুরামিয়ার অবস্থা আশংকাজনক।