বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়া শহরের বিভিন্ন সড়কে খানাখন্দ’ জনদুর্ভোগ চরমে

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিনিধিঃ





কুষ্টিয়া পৌর এলাকার বেশ কিছু সড়কে খানাখন্দ সৃষ্টি হয়েছে। শহরের থানা মোড় থেকে কলেজ মোড় হয়ে ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে যাওয়ার একমাত্র রাস্তার বেহাল দশা। এদিকে র‌্যাব গলি সড়কেরও একই দশা।

গুরুত্বপূর্ণ সড়কে সোলিং অংশে ইট উঠে গিয়ে বড় বড় গর্তে খানা-খন্দ সৃষ্টি হয়েছে। বর্ষার এই মৌসুমে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগী সহ হাজার হাজার মানুষের। ড্রেন ব্যবস্থা ভালো না হওয়ায় একটু বৃষ্টি হলেই পানি জমে থাকে দীর্ঘ সময়। হাটু পর্যন্ত পানিতে ডুবে থাকে এই সড়কটি। এতে ভোগান্তি পোহাতে হয় পথচারী সহ অটোরিকশা চালকদের। দীর্ঘদিন ধরেই সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। তবুও সড়কটি সংস্কারের কোন উদ্যোগ গ্রহন করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শিক্ষার্থী, রোগী সহ শহরের অন্যান্য মানুষের চলাচলের জন্য এই সড়কটি একমাত্র পথ হওয়ায় জীবনের ঝুঁকি নিয়েই চরম দুর্ভোগের মধ্যে দিয়ে চলাচল করতে হচ্ছে তাদের। রাস্তাটি দ্রুত সংস্কারের দাবী জানান পথচারীরা।