বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

চকরিয়ায় বজ্রপাতে কিশোরীর মৃত্যু

প্রকাশিত হয়েছে -




আকতার মিয়া, কক্সবাজার।।





কক্সবাজারের চকরিয়ায় বজ্রপাতে রোখসানা আক্তার (১৬) নামে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কোরালখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোখসানা আক্তার ওই এলাকার জাকের আহমদের কন্যা।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে সাহারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জামাল হোসেন বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে বাড়ির উঠান ঝাড়ু দিচ্ছিলেন রোখসানা। এ সময় হঠাৎ বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। এদিকে বজ্রপাতে কিশোরী রোখসানা আক্তারের মৃত্যুর ঘটনায় তার পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।