1. admin@protisomoyersomachar.com : admin : chayan ahmed
দৌলতপুরে ইউপি চেয়ারম্যান সেন্টু হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার - দৈনিক দিনের সমাচার
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল সনদে চাকরি নেওয়া কুষ্টিয়ার আওয়ামী লীগ নেত্রী চাকরিচ্যুত কুষ্টিয়া চেম্বারের পরিচালকের সাথে জাতীয় পার্টির (কাজী জাফর) শুভেচ্ছা বিনিময় তারুণ্যের শক্তিতেই মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব — জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় সহ-সম্পাদক সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের প্রধান হলেন সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কুষ্টিয়ায় রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, অস্ত্রের মুখে চিকিৎসার টাকা লুট কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির মতবিনিময় নেতাকর্মীদের বই উপহার দিয়ে প্রশংসিত জিয়া সাইবার ফোর্সের নেতা পলাশ কুষ্টিয়ায় বাসের ধাক্কায় নারী আইনজীবীর মৃত্যু জিয়া সাইবার ফোর্সের সহ তথ্য ও গবেষণা সম্পাদক হলেন পলাশ

দৌলতপুরে ইউপি চেয়ারম্যান সেন্টু হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার





শিপন আলী, স্টাফ রিপোর্টার:





কুষ্টিয়ার দৌলতপুরে ইউপি চেয়ারম্যান নঈমউদ্দীন সেন্টু হত্যা মামলার আরো এক আসামি নাঈম (২২) কে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোর রাত ৪ টার দিকে লক্ষীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে একইদিন সন্ধ্যায় লক্ষীপুর থেকে দৌলতপুর থানায় নেওয়া হয়। নাঈম দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকার মহসিন সর্দারে ছেলে। এ নিয়ে ফিলিপনগর ইউপি চেয়ারম্যান নঈমউদ্দিন সেন্টু হত্যা মামলার প্রধান আসামি সহ ২জন আসামি গ্রেফতার হলো। নাঈম ইউপি চেয়ারম্যান হত্যা মামলার ৫নম্বর এজাহার নামীয় আসামি। আজ শুক্রবার সকালে তাকে জেলা কারাগারে পাঠানো হবে। এসময় আসামির রিমান্ড চাইবে পুলিশ। এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার পরিদর্শক তারেকুল হক। এর আগে ১৪ অক্টোবর রাতে পাবনার গোবিন্দপুর এলাকা থেকে মামলার ১ নম্বর প্রধান আসামি তরিকুল ইসলাম টুকুকে (৪৫) গ্রেপ্তার করে র?্যাব। উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে ইউনিয়ন পরিষদের নিজ অফিস কক্ষে সেন্টু চেয়ারম্যানকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। স্থানীয় আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কর্মকান্ডে বাঁধা দেয়া, সন্ত্রাসীদের আইনের আওতায় আনার বিষয়ে প্রশাসনকে সহায়তা করা, শূন্যপদ তৈরি করে চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখা এবং সন্ত্রাসীদের প্রভাব বিস্তারের জন্য পূর্ব শত্রুতার জেরে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নঈমউদ্দিন সেন্টুকে গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগ পরিবার ও এলাকাবাসীর। হত্যার ঘটনায় ১লা অক্টোবর নিহতের ছেলে আহসান হাবিব (কনক) বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার নং-১। এতে তরিকুল ইসলাম টুকুকে হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি করে মামলায় ১০ জনের নাম উল্লেখসহ ৮ থেকে ১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এ মামলার অপর পলাতক আসামিদের মধ্যে রয়েছে দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকার সোহাগ হোসেন ওরফে গিট্টু (২২), রওশন (২৩), রাসেল (২৭), লালন (২৬), শামসের আলী গিট্টু (২৩), আল আমিন (২০), হিমেল (২৭) ও ইরাক (৩০)। নিহত নঈমউদ্দিন সেন্টু ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং তিনি একই এলাকার মৃত মতলেব সরকারের ছেলে।

এই ক্যাটাগরির আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক দিনের সমাচার
Theme Customized By Theme Park BD
error: Content is protected !!