নিজস্ব প্রতিবেদক :
কুষ্টিয়ায় জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা, র্যালি ও কোর্ট ষ্ট্রেশন চত্বরে যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপত্বিত করেন কুষ্টিয়া শহর যুবদলের সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপি’র সদস্য সচিব ও কুষ্টিয়া-৩ আসনে ২০১৮ সালের নির্বাচনে বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ফ্রি মেডিকেল আয়োজনে সার্বিক সহযোগীতা করে ডক্টরস এ্যাসোশিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও এম ট্যাব কুষ্টিয়া জেলা শাখা। ভার্চুয়ালি অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ।
এসময় জেলা বিএনপির এই সদস্য সচিব বলেন, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সংগঠন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন, তখন তিনি কেবল একটি সংগঠন তৈরি করেননি, বরং একটি নতুন আশা, একটি নতুন তরুণ প্রজন্মের স্বপ্নকে আলোর দিকে নিয়ে আসেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই সংগঠন প্রতিষ্ঠা ছিল বাংলাদেশের যুবসমাজকে একটা স্বপ্নের সংগঠনের ছায়াতলে আনার একটি চমৎকার প্রয়াস।
তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে গড়ে ওঠা এই সংগঠন, তার নেতৃত্বের ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে কাজ করে যাচ্ছে। আর এখন বাংলাদেশের তরুণ সমাজের আস্থা ভালোবাসা ও বিশ্বাসের প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র, স্বাধীনতা সার্বভৌমত্ত রক্ষার্থে বিএনপির নেতৃবৃন্দ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তেমনি ভাবে এই সংগঠনের ভূমিকাও অপরিসীম।
জাকির হোসেন সরকার আরো বলেন, একটি সুশীল সুন্দর দেশ গঠনের জন্য, সুস্থ সফল জনগোষ্ঠীর প্রয়োজন। এর জন্য স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে। সুখী সম্মৃদ্ধি দেশ গঠনে স্বাস্থ্যই সকল সুখের মূল। অসুস্থ হওয়ার আগে নিজেকে সুস্থ রাখতে হবে। জনগণ যাতে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে নেতাকর্মীদের লক্ষ্য রাখার আহব্বান জানান তিনি।
এদিকে বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা যুবদলের সদ্য সাবেক সভাপতি আল-আমিন রানা কানাই, সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, সাবেক সিনিয়র সহ-সভাপতি মেজবাউর রহমান পিন্টু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রিংকু প্রমূখ।
এতে সভাপতিত্ব করেন শহর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমন। পরিচালনা করেন শহর যুবদলের সদস্য সচিব জিল্লুর রহমান জনি। স্বাগত বক্তা ছিলেন শহর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াকার পারভেজ জীবন।
এছাড়া অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুঈদ বাবুল, সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধান, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, সদর থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক মাহাবুব আলম বিশু সহ নেতৃবৃন্দ।
আলোচনা শেষে দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং রক্ত ও ডায়বেটিকস পরীক্ষা করা হয়। পাঁচ শতাধিক মানুষকে এ সেবা দেয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা। এসময় ফ্রি চিকিৎসা সেবা পেয়ে খুশির কথা জানিয়েছেন সেবাগ্রহীতারা। চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ ওয়াসিমুল বারি বাপ্পি ও ডাঃ রবিউল ইসলাম।