মোঃ রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া :
কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে বিনা লাভের বাজারে নামের ন্যায্য মূল্যে সবজি বিক্রয় করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) বেলা ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কুষ্টিয়া শহরের ৫ রাস্তার মোড় এলাকায় এই সবজি বিক্রয় করা হয়। সবজির দাম না কমে আসা পর্যন্ত প্রতিদিন বেলা ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এই বাজার চালু থাকবে বলে জানিয়েছেন সাধারন শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা বলেন, সারা বাংলাদেশে সবজি বাজারের উর্ধগতির কারনে সাধারন মানুষ সবজি ক্রয় করতে হিমশিম খাচ্ছে। সেই সাথে এক শ্রেনীর অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে তারা কৃষক থেকে কম দামে কেনার পরেও বেশি লাভ করে বিক্রয় করছে। এসব সিন্ডিকেট কে ভাংতে এবং সাধারন জনগনকে ন্যায্য মূল্যে সবজি কিনে অভ্যস্ত করার জন্যই আমরা এই বিনা লাভের বাজার নাম দিয়ে সবজি বিক্রয় করছি।
সোহান নামের একজন শিক্ষার্থী বলেন, পুইশাক বাজারে ৩০ টাকা আটি আমরা বিক্রয় করছি ২০ টাকা আটি, চিচিংগা বাজারে ৪৫-৫০ টাকা কেজি আমরা বিক্রয় করছি ৩০ টাকা কেজি,কাচ কলা বাজারে ২০-২৫ টাকা হালি আমরা বিক্রয় করছি ১২ টাকা হালি, পেপে বাজারে ৩০-৩৫ টাকা হালি আমরা বিক্রি করছি ২৫ টাকা কেজি, আলু বাজারে ৫৫-৬০ টাকা কেজি আমরা বিক্রয় করছি ৫০ টাকা কেজি, রসুন বাজারে ২৩০ টাকা কেজি আমরা বিক্রয় করছি ২০০ টাকা কেজি, পেয়াজ বাজারে ১২০-৩০ টাকা কেজি আমরা বিক্রয় করছি ১০০ টাকা কেজি, বেগুন বাজারে ৭০ টাকা কেজি আমরা বিক্রয় করছি ৫০ টাকা কেজি। এই সমস্ত সবজি একজন ক্রেতা সর্বোচ্চ এক কেজি করে কিনতে পারবে। কারন আমরা চাই এগুলো সবাই কিনতে পারুক।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার সমন্বয় মোঃ তৌকির আহমেদ বলেন, আপনারা জানেন বর্তমান বাজারে সবজির দাম ঊর্ধ্বগতি আসলে এ সময় সবজির দাম উর্ধ্ব গতি থাকার কথা না কারণ এখন শীতের সময় সবজির দাম কমার কথা। কিন্তু পুরনো দিনের সিন্ডিকেট থাকার কারণে আলু, পিয়াজ, রসুন সব সবজি মিলিয়ে নাভিশ্বাস অবস্থা।আসলে যারা নিম্ন এর মানুষ ভ্যানচালক,রিক্সা চালক, দিনমজুর এসমস্ত মানুষের চিন্তা করেই আমি নিজেই রাতে এই উদ্যোগ নিয়েছি কিছু বড় ভাই ও শিক্ষার্থীদের সাথে আলাপ করে। আমি নিজ উদ্যোগেই ১০ থেকে ১২ হাজার টাকার পাইকারি দরে সবজি কিনে তার থেকেও কম দামে নির্ণয়ের মানুষের মাঝে বিনা লাভের বাজার নামে দোকান দিয়ে বিক্রি করছি৷ যাতে মানুষ এই সময়টা কম দামে সবজি কিনতে পারে এবং পাশাপাশি তারা বুঝতে পারবে বাজারের সিন্ডিকেটের বাইরেও কম দামে সবজি পাওয়া যাবে। এছাড়াও এই বিষয়গুলো আমরা জেলা প্রশাসনের সাহায্যে এই সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুতই ব্যাবস্থা গ্রহন করবো।