জুয়েল রানা:
সমবায়ে গড়ব দেশ,বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২রা নভেম্বর শনিবার কুষ্টিয়া জেলা প্রশাসক ও সমবায় বিভাগ কুষ্টিয়ার আয়োজনে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলার সকল সমবায়ীবৃন্দদের কে নিয়ে সমবায় র্্যলি ও জাতীয় পতাকা এবং সমবায় পতাকা উত্তোলনসহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আপন বহুমুখী সমবায় সমিতি ও কুষ্টিয়া জেলা সমবায় ইউনিয়নের সহসভাপতি আমিনুল ইসলাম নাঈম এর পরিচালনায় কুষ্টিয়ার জেলা সমবায় কর্মকর্তা মোঃ আহসান হাবিব এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোছাঃ শারমিন আক্তার, জেলা প্রশাসক(ভারপ্রাপ্ত) কুষ্টিয়া ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার, কুষ্টিয়া।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতীম শীল, কুষ্টিয়া।
বিশেষ অতিথি ছিলেন মো সামিউল ইসলাম,অধ্যক্ষ আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট, কুষ্টিয়া।
অনুষ্ঠানটির শুরুতেই সমবায় দিবসের মূল প্রতিপাদ্যের উপর প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমবায় কার্যালয়ের উপ-সহকারী নিবন্ধক মোঃ আনিছুর রহমান।
সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন বারখাদা ত্রিমোহনী সমবায় ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় লিঃ এর সভাপতি মো তমিজ উদ্দিন, প্রসেস সঞ্চয় ও ঋণদান সমবায় লিমিটেড এর সভাপতি, সোপান সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর সভাপতি প্রফেসর আব্দুর রশীদ, অর্ণব জনকল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি ও সমবায় ইউনিয়নের সভাপতি মোঃ মনিরুজ্জামান।
এ সময় বক্তারা তাদের সমবায়ের মাধ্যমে কিভাবে জনসেবা মূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে সে বিষয়ে সার্বিক আলোচনা করেন ও সমবায়ীদের জন্য একটি স্থায়ী কার্যালয় স্থাপনের দাবি তোলেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট এর অধ্যক্ষ মো সামিউল ইসলাম,সদর উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতীম শীল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু রাসেল ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোছাঃ শারমিন আখতার।
পরিশেষে কুষ্টিয়ার সমবায় অফিসার আহসান হাবিব এর সমাপনী বক্তব্যর মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষনা করা হয়।