আকতার মিয়া,কক্সবাজার:
কক্সবাজারের মহেশখালীতে বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা( ধরার) উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৫ জুন (বুধবার) মহেশখালী উপজেলা চত্বরে সংগঠনটির মহেশখালী উপজেলার আহবায়ক মহেশখালী উপজেলা প্রেসক্লাব সভাপতি জে এইচ এম ইউনুসের সভাপতিত্বে ও ধরার মহেশখালী উপজেলার সদস্য সচিব সাংবাদিক আজিজ সিকদারের পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মহেশখালী উপজেলা ধরার সিনিয়র সহ-সভাপতি, মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এম হোবাইব সজীব, দৈনিক ভোরের কাগজের মহেশখালী প্রতিনিধি এম বশির উল্লাহ, কৃষক লীগের মহেশখালী উপজেলা সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলতাজ, জাতীয় পাটির মহেশখালী উপজেলা যুগ্ম আহ্বায়ক মাষ্টার নাছির উদ্দিন, সাংবাদিক শাহাবুদ্দিন সিকদার, আওয়ামী লীগ নেতা আব্দুসসালাম বাঙালি, সাংবাদিক নুরুল করিম,সাংবাদিক ফুয়াদ মুহাম্মদ সবুজ, সাংবাদিক শেখ আব্দুল্লাহ, সাংবাদিক মুহাম্মদ সেলিম, কবি হামিদ হোসেন, ছাত্র নেতা রাশেল সামাদ নয়নসহ বিভিন্ন রাজনৈতিক ও সমাজিক নেতারা।
বক্তারা মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়ন সহ পুরো মহেশখালীতে প্যারাবন নিধন ও পাহাড় খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মহেশখালী উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর কে অনুরোধ জানিয়েছে। পাশাপাশি কুহলিয়া নদী ও কবুতরের দিয়া খাল সহ দখল হয়ে যাওয়া নদী ও খাল উদ্ধারের দাবি জানিয়েছে। মানববন্ধনে মহেশখালী উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।