বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

মিরপুর থানার নবাগত ওসিকে পৌর যুবদলের শুভেচ্ছা

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিনিধিঃ





কুষ্টিয়া জেলার মিরপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলামের সাথে পৌর যুবদল শুভেচ্ছা বিনিময় করেন।

শুক্রবার (০৮ নভেম্বর) বিকেলে মিরপুর পৌর যুবদলের নেতৃবৃন্দ থানার নবাগত ওসির সাথে মতবিনিময় করেন ও ফুলেল শুভেচ্ছা জানান।

এক বার্তায় পৌর যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া জানান, ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরীর নির্দেশনায় ওসির সাথে মতবিনিময় করা হয়। এসময় মিরপুর পৌর ০৩ নং ওয়ার্ড যুবদল এর সভাপতি রবিন আহম্মেদ রকি সহ অনেকে উপস্থিত ছিলেন।

এসময় পৌর যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া বলেন, মিরপুর থানার আ’ই’ন শৃ’ঙ্খ’লা আরও শক্তিশালী করতে ও মিরপুর উপজেলাকে মা’দ’ক’মু’ক্ত করতে নানা রকম আলাপ আলোচনা হয়।

এদিকে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, মিরপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক উজ্জ্বল হোসেন,পৌর মৎস্যজীবী দলের সভাপতি ইমরান হোসেন (হেজবুল্লাহ্), পৌর ০৩ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক জরিপ আলী,পৌর ০৩ নং ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক সাগর আলী প্রমূখ।