বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়ায় অস্ত্র ও মাদকসহ আটক ২

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিনিধি:





কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় অভিযান চালিয়ে রাসেল উদ্দিন ও বখতিয়ার হোসেন নামের দু’মাদক কারবারীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (১৯ নভেম্বর) পশ্চিম গট্রিয়া ও বানিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় আসামিদের কাছ থেকে পঞ্চাশ পিস টাপেন্টাডল ট্যাবলেট, নগদ এক লাখ ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া অন্য একটি বাড়িতে অভিযান চালিয়ে একটি এয়ারগান ও ১৭৭ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়। আটক আসামিদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্য কুমারখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশ সেনাবাহিনীর রওশন আরা রেজিমেন্ট আর্টিলারির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘সাম্প্রতিক সময়ে দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় দেশব্যাপী কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।