গতকাল ২০ নভেম্বর ২০২৪ মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে ব্রেড ফর দ্যা ওয়াল্ড এর সহযোগিতায় নারীর প্রতি সহিংসতা কমিয়ে এনে নারীর অধিকার প্রতিষ্ঠা করা প্রকল্পের অধীনে হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদে দুপুর ২.৩০ মিনিটে মেছোপাড়া ও মবের মোড় বিবাহিত নারী দলের সদস্যদের মাঝে ৩০টি মা ছাগল বিতরণ করা হয়। মা ছাগল বিতরণের সময় উপস্থিত থেকে আলোচনা করেন ,হাটশ হরিপুর ইউনিয়নের সচিব আরশেদ আলী, বক্তব্য রাখেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রোগ্রাম সমন্বয়কারী জায়েদুল হক মতিন, নারীর প্রতি সহিংসতা কমিয়ে এনে নারীর অধিকার প্রতিষ্ঠা করা প্রকল্পের প্রোজেক্ট সমন্বয়কারী উম্মে সালমা ও সহ সমন্বয়কারী ফরহাদ আলী খান। ছাগল বিতরণে সংক্ষিপ্ত আলোচনা সভাটি পরিচালনা করেন প্রকল্পের প্রোগ্রাম আফিসার রকিবুল ইসলাম কর্ণেল,সার্বিক সহযোগিতা করেন প্রকল্পের ফ্যাসিলিলেটর কামরুনাহার সাথী।