নিজস্ব প্রতিবেদক:
“একটু পাশে দাঁড়াই” সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি, কুষ্টিয়া শহর যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সুমন ও বিশিষ্ট ব্যবসায়ী ওয়ালি খান সুমনের জন্মদিন পালিত হয়েছে। গতকাল শহরের ক্যাফে ডি পাস্তা রেস্টুরেন্টে কেক কেটে দুজনের জন্মদিন পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সদর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান, কুষ্টিয়া যুবদলের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল উদ্দিন, কুষ্টিয়া শহর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দল কুষ্টিয়া জেলা শাখার সভাপতি রাকিবুল হাসান রিংকু, নিউজ টোয়েন্টিফোরের কুষ্টিয়া প্রতিনিধি মাহাতাব উদ্দিন লালন, দৈনিক দিনের খবর পত্রিকার সম্পাদক প্রকাশক আব্দুর রাজ্জাক, শহর ছাত্রদলের সাবেক সিনি: সহ-সভাপতি আবু জাফর সাচ্চু, কুষ্টিয়া সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রিংকু ফেরদৌস, ১৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শিপন, কুষ্টিয়া সদর থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মিঠু, মামুন, শিপন, তারেক, একরাম, ছাত্রদল, যুবদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।