নিজস্ব প্রতিনিধিঃ
কুষ্টিয়ার মুসলিম হাই স্কুলে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরনে এ স্মরন সভার আয়োজন করা হয়। জুলাই গনঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধা ৭টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আলোচনা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া শহর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুসলিম হাইস্কুলের প্রধান শিক্ষিকা নিলিমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন, অভিভাবক সদস্য আনোয়ার হোসেন, শিক্ষক প্রতিনিধি রফিকুল ইসলাম, গুলশানারা, সবনম, রিংকু, মাসুদ প্রমূখ। এসময় শহর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমন বলেন, আজকে আমরা নতুন বাংলাদেশে স্বাধীন ভাবে চলতে পারছি সবই ছাত্র জনতার জন্য। তাদেরকে মনে রাখতে হবে। দীর্ঘ ১৬বছর দেশে কোন স্বাধীনতা ছিলো না। মানুষকে জিম্মি করে রেখেছিলো আওয়ামীলীগের দোসররা। তারা কিন্তু এখনো ঘাপটি মেরে আছে। আমাদের সজাগ থাকতে হবে, দেশে আর কোন জুলুম অত্যাচারকে ঠাই দেয়া যাবে না। কোন শিক্ষা প্রতিষ্ঠানেও স্বাধীনতা ছিলো না। শিক্ষকরা কিছু বললে চাকরি চলে যাবে বলে আওয়ামী লীগের দোসররা হুমকি দিতো। তিনি আরো বলেন, সারাদেশে দুই হাজারের মতো মানুষকে খুন করার সেই ফ্যাসিবাদী দোসরদের বিন্দুমাত্র অনুশোচনা নেই। প্রায় অর্ধ লাখ মানুষকে রক্তাক্ত করা, শত শত ভাই-বোনকে পৃথিবীর আলোর মুখ দেখতে না দেওয়া, শত-শত বীর যোদ্ধা রয়েছে যারা আর নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারবে না, শত শত বীর যোদ্ধা আছে তারা আর কোনো দিন নিজের বাবা-মা ও স্ত্রীকে নিজের হাত দিয়ে জড়িয়ে ধরতে পারবে না- সেই নরপিশাচদের থেকে দুরে থাকতে হবে। পরে সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।