1. admin@protisomoyersomachar.com : admin : chayan ahmed
কুষ্টিয়ায় জেলা উলামা পরিষদের ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত - দৈনিক দিনের সমাচার
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল সনদে চাকরি নেওয়া কুষ্টিয়ার আওয়ামী লীগ নেত্রী চাকরিচ্যুত কুষ্টিয়া চেম্বারের পরিচালকের সাথে জাতীয় পার্টির (কাজী জাফর) শুভেচ্ছা বিনিময় তারুণ্যের শক্তিতেই মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব — জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় সহ-সম্পাদক সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের প্রধান হলেন সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কুষ্টিয়ায় রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, অস্ত্রের মুখে চিকিৎসার টাকা লুট কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির মতবিনিময় নেতাকর্মীদের বই উপহার দিয়ে প্রশংসিত জিয়া সাইবার ফোর্সের নেতা পলাশ কুষ্টিয়ায় বাসের ধাক্কায় নারী আইনজীবীর মৃত্যু জিয়া সাইবার ফোর্সের সহ তথ্য ও গবেষণা সম্পাদক হলেন পলাশ

কুষ্টিয়ায় জেলা উলামা পরিষদের ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৬১ বার পঠিত প্রিন্ট করুন




নিজস্ব প্রতিনিধি ॥





কুষ্টিয়ায় জেলা উলামা পরিষদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭নভেম্বর) কুষ্টিয়া হাইস্কুল মাঠ প্রাঙ্গনে তিনদিন ব্যাপী সম্মেলনের প্রথম দিনে প্রধান অতিথি ছিলেন হেফাজত ইসলামের মহাসচিব মাওলানা মামুনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা উলামা পরিষদের সভাপতি মুফতি আব্দুল হামিদ। এসময় ইসকনকে রুখে দেয়ার ঘোষণা দেন প্রধান অতিথি হেফাজত ইসলামের মহাসচিব মাওলানা মামুনুল হক। তিনি বলেন, ইসকন সন্ত্রাসী সংগঠন, তাদের রুখে দেয়া হবে। ওরা আমাদের দেশের শান্তিকে নষ্ট করার চেষ্টা করছে। অতি দ্রুত ইসকনকে নিষিদ্ধ করতে হবে অন্যথায় হেফাজত ইসলাম রাজপথে নামতে বাধ্য হবে। আর হিন্দুদের নিরাপত্তা দেব আমরা। তিনি আরো বলেন, বিগত জালিম সরকার নিজেদের লোকদের বিচার বিভাগ ও প্রশাসন বিভাগে বসিয়ে ইচ্ছামত কাজ করেছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল বলেই ২৪ এর আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী জনরোশে পড়ে। এতে গত ৫ আগষ্ট আওয়ামী লীগ তথা জালিম সরকারের পতন হয়েছে। দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে জালিম সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শেখ হাসিনার মতো তার বাবাও খুনের রাজত্ব কায়েম করেছিল, আর এ কারণেই ৭৫ এর সৃষ্টি হয়েছিল। শেখ হাসিনা প্রতিশোধের রাজনিতীতে বিশ্বাসী ছিল বলেই শেষ পর্যন্ত তার দল আওয়ামী লীগের নিবেদিত কর্মীদের সঙ্গেও প্রতিশোধ নিয়েছেন। সামনের দিনে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসতে চাইলে চাটুকারিতা বন্ধ করে আসতে হবে। জনগন যদি ক্ষমা করে তাহলেই সম্ভব হবে। মামুনুল হক আরো বলেন, আগামী দিনে ইসলামের দল ক্ষমতায় আসবে। জনগন কোন জালিম সরকারকে চাইবে না। তিনি বিএনপিকেও সাবধান হওয়ার তাগিদ দিয়ে বলেন, আওয়ামী লীগের দেখা দেখি তাদের মধ্যে ঘুন সৃষ্টি হয়েছে। বিএনপিকে ভালো হওয়ার কথা জানান। তিনি আরো বলেন, যারা ইসলামের পথে থাকবে তারা জীবন দিতে প্রস্তুত আছে, কখনো সন্ত্রাসী, স্বৈরাচারের চাটুকারিতা করবে না।

এই ক্যাটাগরির আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক দিনের সমাচার
Theme Customized By Theme Park BD
error: Content is protected !!