বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়া ডিবি পুলিশের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১

প্রকাশিত হয়েছে -




মোঃ রবিউল ইসলাম হৃদয় :





কুষ্টিয়া ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৫০ পিস নেশা জাতীয় নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট সহ জাহিদুল ওরফে জাহিদ (৩১) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত আনুমানিক ৮ টার সময় কুষ্টিয়া মিরপুর থানাধীন বলিদাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত আসামী জাহিদুল ইসলাম মিরপুর থানাধীন বলিদাপাড়া এলাকার মোঃ সাদ আহম্মেদের ছেলে।

পুলিশ জানায়, বিশেষ অভিযান পরিচালনাকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মিরপুর থানাধীন বলিদাপাড়া এলাকায় একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুরাদুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ আলহাজ আলী,এএসআই মোঃ কামরুল ইসলাম, এএসআই মোঃ আঃ মতিন, কনস্টেবল মোঃ রাকিবুজ্জামান শাওন, কনস্টেবল মোঃ আরিফুল ইসলাম, কনস্টেবল বিকাশ মন্ডল, কনস্টেবল মোঃ সৈয়দ মেহেদী হাসান, কনস্টেবল মোঃ জাহাঙ্গীর হোসেন, কনস্টেবল মোঃ মাহফুজুর রহমান, কনস্টেবল মোঃ ইমরান বিশ্বাস অভিযান পরিচালনা করে আসামী জাহিদুল ইসলাম কে আটক করে। পরে স্থানীয় লোকজনের সামনে আসামী জাহিদের দেহ তল্লাশি করে ২৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে ডিবি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুরাদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।