নিজস্ব প্রতিনিধিঃ
কুষ্টিয়ার গড়াই মহিলা কলেজে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরনে এ স্মরন সভার আয়োজন করা হয়। জুলাই গনঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১১টার দিকে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গড়াই মহিলা কলেজের প্রভাষক মাজহারুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ উত্তম কুমার ঘোষ, সহকারী অধ্যাপক মোহাঃ মাহবুব আলম, সিনিয়র প্রভাষক মোঃ শাহিনুর ইসলাম ও সমন্ময়কারী কানিজ সালমা। এসময় বক্তারা বিগত সরকারের কর্মকান্ডের কথা তুলে ধরে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন গত ৫আগষ্ট সফল না হলে আমরা স্বাধীন ভাবে চলতে পারতাম না। যারা এই আন্দোলনে শহিদ হয়েছে তাদের ভূলে গেলে চলবে না। তাদেরকে মনে রাখতে হবে। এছাড়া যারা আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে তাদের সুস্থতায় সহযোগিতা করতে হবে৷ বক্তারা বলেন দীর্ঘ ১৬বছর দেশে কোন স্বাধীনতা ছিলো না। আজকে আমরা নতুন বাংলাদেশে স্বাধীন ভাবে চলতে পারছি সবই ছাত্র জনতার জন্য। পরে সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।