তিতাস আহম্মেদ:
কুষ্টিয়া জেলার ময়লা আবর্জনা পরিষ্কার
করার লক্ষ্যে ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়ার নামের দুইটি স্বেচ্ছাসেবক সংগঠন কাজ শুরু করেছেন।
শনিবার (৩০নভেম্বর) কুষ্টিয়া সদর উপজেলা উজানগ্রাম ইউনিয়ন পরিষদের আশপাশ সহ বিত্তিপাড়া(কুঠি) বাজারের সমস্ত এলাকা জুড়ে এই পরিস্কার পরিচ্ছন্ন করেছেন।এ সময় ৮০জন নানা বয়সী মানুষ পরিষ্কার পরিছন্ন অভিযানে অংশ নেয়।
এ সময় উপস্থিত ছিলেন ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়ার প্রতিষ্ঠাতা কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার,উজানগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবু, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সহ স্থানীয় নেতা কর্মীরা।
প্রকৌশলী জাকির হোসেন সরকার জানান, শনিবার সকাল থেকে আমাদের স্বেচ্ছাসেবকেরা বিত্তিপাড়া বাজারও কুষ্টিয়া খুলনা মহাসড়কের আশপাশ ও উজানগ্রাম ইউনিয়ন পরিষদের আশপাশের এলাকা জুড়ে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করেছি। আমরা জেলার মহাসড়ক ও সড়কগুলোর আশপাশ এলাকার ময়লা পরিষ্কার করব। জেলার প্রতিটি উপজেলায় ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়ার কমিটি গঠন করা হয়চ্ছে।
আর ও বলেন, ‘পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ থাকার চাবিকাঠি। অপরিষ্কার পরিবেশে থাকার ফলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ জীবাণু হতে পারে। আমাদের চারপাশে পরিবেশ বিশেষ করে কিছু গুরুত্বপূর্ণ স্থান যেমন বাজার এইসব জায়গা পরিষ্কার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাজারের আশেপাশের পরিবেশ অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার। এজন্য আমরা ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়া সদস্যরা মিলে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের উদ্যোগ নিয়েছি।ও পরবর্তীতে পততি জমিতে গাছ রোপণ করব।
এ মহৎ উদ্যোগে সাধুবাদ জনিয়েছেন স্থানীয়রা তারা বলেন ইতে পূর্বে অনেক দল ও স্বেচ্ছাসেবী সংগঠন দেখেছি তারা শুধু নামে মাত্র কিন্তুু এই বারই প্রথম সরজমিনে কাজ করতে দেখলাম। আমরা আর যেখানে সেখানে সময়লা ফেলব না নিদিষ্ট স্থানে ফেলব এখন থেকে