বিশেষ প্রতিনিধি :
ভবিষ্যৎ প্রজন্মকে বিভিন্ন খেলাধুলায় উৎসাহিত করতে হবে- কাজল মাজমাদার।
কুষ্টিয়া জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কাজল মাজমাদারের নেতৃত্বে মরহুম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী খাঁন লালুর স্মৃতির স্মরণে থানাপাড়া যুব-সমাজের আয়োজনে লালু স্মৃতি ঘরোয়া এক ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে।
গত শুক্রবার (৩০ নভেম্বর ২০২৪) বিকাল চারটায় সময় কুষ্টিয়া গড়াই নদীর চরে এই খেলার আয়োজন করা হয়। খেলার সময় মাঠে দর্শকদের মধ্যে ছিল দারুন উন্মাদনা।
লালু স্মৃতি ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরাজুল ইসলাম রিন্টু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার।
আরো উপস্থিত ছিলেন মেজবাউর রহমান পিন্টু সাবেক সিনিয়র সহ-সভাপতি কুষ্টিয়া জেলা বিএনপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আউয়াল হোসেন ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি কাজল মাজমাদার বলেন,এলাকার যুব সমাজকে মাদক, মোবাইল গেম, কিশোর গ্যাং, জঙ্গিবাদ, সন্ত্রাস, ইভটিজিং থেকে দূরে রাখার জন্য এই ক্ষুদ্র প্রয়াস ।
তিনি আরো বলেন ,খেলাধুলার মাধ্যমে একটি পর্যায়ে থেকে অন্য পর্যায়ে পৌঁছানো সম্ভব। তাই ভবিষ্যৎ প্রজন্মকে বিভিন্ন খেলাধুলায় উৎসাহিত করতে হবে। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিদের মাঝে ফুল দিয়ে বরণ করে নেন, লালু স্মৃতি প্রাক্তন খেলোয়াড় গন। লালু স্মৃতি ঘরোয়া ফুটবল টুর্নামেন্টে মোট ১২টি টিম দুটি গুরুপ করে নকআউট ভিত্তিতে খেলা শুরু করে। উদ্বোধনী ম্যাচে দুটি দল অংশগ্রহণ করে। শহর ছাত্রদল বনাম ফাইম স্মৃতি একাদশ। ফাইম স্মৃতি কে দুই গোল দিয়ে পরাজিত করে শহর ছাত্রদল।খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ আকাশের হাতে পুরস্কার তুলে দেন মোঃ কামরুজ্জামান কামু।
এই উদ্বোধনী ম্যাচে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ গোলজার হোসেন গোলো, মোঃ জাহাঙ্গীর আলম, এসএম ফুয়াদ রেজা ফাহিম
মোকসেদুর রহমান কল্লোল,কামরুজ্জামান কামু মোঃ সজল ইসলাম মোঃ সানভীর রহমান গিট্টু,সংবাদ কর্মীসহ ফুটবলপ্রেমী হাজারো দর্শক ।