বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

বড় মহেশখালীতে পুলিশের অভিযানে ভারী অস্ত্র ও গোলা বারুদসহ আটক -১

প্রকাশিত হয়েছে -




আকতার মিয়া, মহেশখালী।।





দেশের এক মাত্র পাহাড়ী দ্বীপ মহেশখালী উপজেলার বড় মহেশখালীতে পুলিশের অভিযানে ভারী অস্ত্র থ্রি-জি রাইফেলসহ মোট ৪টি অস্ত্র, ৯ রাউন্ড তাজা গুলি ১টি ম্যাগজিন নিয়ে সাজ্জাদ (২৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মহেশখালী থানার ওসি কাইছার হামিদের নেতৃত্বে সঙ্গীয় ফোস থানার সেকেন্ড অফিসার আল আমিন, এস আই মহসিন চৌধুরী, এস আই জীবন চন্দ্র দাস, এএসআই এমদাদ চৌধুরী, এএসআই সিবল কান্তি দেব থানা পুলিশের একটি ইউনিট রবিবার দিবাগত রাত ২ টা থেকে ভোর চারটা পর্যন্ত ২ ঘন্টাব্যাপি অভিযান চালিয়ে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইল নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশের অভিযান টের পেয়ে বাকি সন্ত্রাসীরা পালিয়ে গেলে পুলিশের জালে আটক হয় সাজ্জাদ।
১ ডিসেম্বর (রবিবার) দুপর ১টার সময় মহেশখালী থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী থানার ওসি কাইছার হামিদ। গ্রেপ্তারকৃত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইল গ্রামের আব্দু শুক্রুরের ছেলে।
পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে অস্ত্র নিয়ে সন্ত্রাসীদের ধরতে নিজস্ব সোস্ নিয়োগ করে আসছিল পরে নিজস্ব গোয়ান্দা তথ্যের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশ সন্ত্রাসীদের ধরতে গেলে পুলিশকে দেখে পালিয়ে যাওয়ার সময় সাজ্জাদকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার অবস্থান করা বাড়ি তল্লাশী করে ৪টি অস্ত্র, ৯ রাউন্ড গুলি,১টি ম্যাগজিন উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, আটক সাজ্জাদ ভাড়াটে সন্ত্রাসী হিসেবে কাজ করত। মহেশখালীতে বিভিন্ন জায়গায় চিংড়ি ঘের দখল–বেদখলসহ সন্ত্রাসী কাজে জড়িত ছিল। তিনি স্থানিয় আমান ও ছাবের বাহিনীর সক্রিয় সদস্য হিসাবে কাজ করত বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কাইছার হামিদ বলেন, আটক সাজ্জাদকে আদালতের মাধ্যমে কারাগারে হস্তান্তর করা হবে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।