মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত হয়েছে -

আমি মো. হাতেম খান দীর্ঘদিন ময়মনসিংহের ভালুকার পৌর বিএনপি’র আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। ৩০শে নভেম্বর দৈনিক গণমুক্তি পত্রিকায় “ভালুকায় আতঙ্কের নাম গুডু হাতেম” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। যা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। আমি প্রকাশিত উক্ত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানাই। একটি মহল দীর্ঘদিন ধরে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক ভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করার পায়তারা করছে। বিশেষ করে আমার রাজনৈতিক প্রতিপক্ষরা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে কাছে আমার নামে অপপ্রচার ও মিথ্যাচার করছে। সংবাদটিতে প্রতিবেদক সুনির্দিষ্ট ঘটনার অভিযোগ উপস্থাপন করতে পারেনি। বরং মনগড়া তথ্য দিয়ে তার পত্রিকায় অপপ্রচার চালিয়েছে। প্রতিবেদনে বিশিষ্ট শিল্পপতি জনাব বাদশা মিয়াকে জড়িয়েও টাকা হাতিয়ে নেওয়া, স্থানীয় শেফার্ড গ্রুপ, এলজি বাটারফ্লাই, স্কয়ার টেক্সকম, সানি ফিড, গ্লোরী টেক্সটাইল, ইনডেক্স ফিড নামে শিল্প কারখানায় ঝুট ব্যবসা ও হাট বাজারে চাঁদাবাজীর কথা উল্লেখ করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা। আমি বিশ্বাস করছি আওয়ামীলীগ সরকার থাকাকালীন বিএনপির ২/৩ জন পৌর মেয়র প্রার্থী আমার জনপ্রিয়তায় ইর্ষান্নিত হয়ে আমার সম্মান হানী করতে এবং আগামী পৌর নির্বাচনে আমাকে প্রশ্নবিদ্ধ করতে সু-পরিকল্পিত ভাবে নামে বেনামে ভূয়া ও ভূইফোর ফেসবুক পেইজসহ পত্রিকায় আমার সুনাম ক্ষুন্ন করার অপপ্রয়াস চালাচ্ছে। তারই অংশ হিসেবে দৈনিক প্রতিদিনের কাগজ ও দৈনিক গণমুক্তি পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়েছে। আমি এই মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আলহাজ হাতেম খান
আহ্বায়ক, ভালুকা পৌর বি.এন.পি।