মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও খোলা তেল বিক্রির প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিনিধি :





কুষ্টিয়ায় দুর্নীতিবাজ ব্যবসায়ীদের মূল্য কারসাজি ও অতিরিক্ত মুনাফার কারণে আলু-পিয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিসহ খোলা ভোজ্য তেল বিক্রির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সকালে কুষ্টিয়া শহরের এন এস রোড়ে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) কুষ্টিয়া জেলার উদ্যোগে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচি চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কুষ্টিয়া জেলার সভাপতি নাফিজ আহমেদ খান টিটু,

সাধারন সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, সহ সভাপতি সামসুল আলম, খন্দকার রেজাউল হক বাবর, যুগ্ম সাধারণ সম্পাদক রিনা নাসরিন, এস এম আনোয়ার, ক্যাব সদর উপজেলার সভাপতি এ্যাড: মনোহর আলী, খলিলুর রহমান মজু, শামীম মন্ডল, প্রচার সম্পাদক নাব্বির আল নাফিজ প্রমুখ। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন,

নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক বৃদ্ধির কারণে ভোক্তাদের মধ্যে নাভিশ্বাস উঠেছে।এছাড়া নিষিদ্ধ থাকলেও ভোজ্যতেল অবাধে খোলা বাজারে বিক্রি করা হচ্ছে- যা ব্যবহারে ভোক্তাদের নানা শারীরিক অসুস্থতা বৃদ্ধি করবে। তারা বলেন, অসাধু ও মুনাফালোভী ব্যবসায়ীদের সিন্ডিকেট ও মজুদদারদেরকে দ্রুত কঠোর শাস্তির আওতায় আনা না হলে বাজারে দ্রব্যমূল্য কমবে না। দ্রব্যমূল্য অত্যধিক বাড়ার কারণে তা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। ভোক্তারা বাজারে গিয়ে প্রয়োজনীয় পণ্য কেনার আগেই তাদের পকেটের টাকা খালি হয়ে যাচ্ছে। এতে মানুষ সংসার পরিচালনা করতে হিমশিম খাচ্ছে। এছাড়াও আলাউদ্দিন শেখ, শাহাবুদ্দিন বুলি, নজরুল ইসলাম সাগর, বকুল, আশাদুল ইসলাম সহ জেলা কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্যগন মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন।