মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

দর্শনা থানা পুলিশের হাতে গ্রেফতার ৭

প্রকাশিত হয়েছে -




মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ





দর্শনা থানা পুলিশের হাতে বিভিন্ন ধারার ৭ আসামী গ্রেফতার হয়েছে।

মঙ্গলবার ভোরে দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর নেতৃত্বে থানায় অফিসার ও ফোর্স থানা এলাকার বিভিন্ন গ্রামে অভিযান পরিচালনা করে।এসময় বিভিন্ন ধারার অন্তর্ভুক্ত আসামী পরাণপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে মোঃ আব্দুলাহ টুইজ (২২), জয়নাল আবেদীনের ছেলে মোঃ ফিরোজ (১৮), গোলাম মিয়ার ছেলে মোঃ সাইদুর রহমান সাঈদ (২৫), আবু বক্করের ছেলে মোঃ সেলিম হোসেন (৪২),আকুন্দবাড়ীয়া গ্রামের মোঃআক্তারুল ইসলামের ছেলে মোঃ ইন্তাদুল (৩৫), শান্তি পাড়ার পর্বত মিয়ার ছেলে মোঃ মোহন (২৫) ও আকন্দবাড়ীয়া গ্রামের আঃ রহমানের ছেলে মাহাবুবুর রহমান জনি (৩৫) কে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃতদের কে চুয়াডাঙ্গার আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তাদের জেল হাজতে প্রেরণ করে।