মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

ভেড়ামারা প্রতিভা মডেল একাডেমী স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত হয়েছে -




আজিজুল হাকিম :





কুষ্টিয়ার ভেড়ামারার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান প্রতিভা মডেল একাডেমি স্কুল বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে মধ্যবাজারস্থ স্কুল প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, গণমানুষের নেতা এ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। প্রতিভা মডেল একাডেমী’র প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ফিরোজ মাহমুদ’র স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে সাংবাদিক মনোয়ার হোসেন মারুফের সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দীন, ভেড়ামারা আল আরাফাহ ইসলামী ব্যাংক’র ম্যানেজার আমিনুল ইসলাম, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র মহাসচিব, লেখক, গবেষক, বাংলা একাডেমীর আজীবন সদস্য ও আল-হেরা মডেল একাডেমী প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হাসানুজ্জামান খসরু, চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদ’র সাবেক চেয়ারম্যান জানবার হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী শফিকুল ইসলাম ডাবলু, দৈনিক যুগান্তর পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি রেজাউল করিম, অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা ও ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয় তথা ল্যাব এইড ডায়াগনষ্টিক সেন্টার এন্ড ডক্টরস পয়েন্টের ব্যবস্থাপনা পরিচালক ও সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহ্ জামাল প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেয় বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা।