1. admin@protisomoyersomachar.com : admin : chayan ahmed
কুষ্টিয়ার গড়াই নদে কুমির, খাবার হিসেবে চরে ছাড়া হয়েছে ছাগল ও হাঁস-মুরগি - দৈনিক দিনের সমাচার
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
জাল সনদে চাকরি নেওয়া কুষ্টিয়ার আওয়ামী লীগ নেত্রী চাকরিচ্যুত কুষ্টিয়া চেম্বারের পরিচালকের সাথে জাতীয় পার্টির (কাজী জাফর) শুভেচ্ছা বিনিময় তারুণ্যের শক্তিতেই মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব — জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় সহ-সম্পাদক সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের প্রধান হলেন সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কুষ্টিয়ায় রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, অস্ত্রের মুখে চিকিৎসার টাকা লুট কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির মতবিনিময় নেতাকর্মীদের বই উপহার দিয়ে প্রশংসিত জিয়া সাইবার ফোর্সের নেতা পলাশ কুষ্টিয়ায় বাসের ধাক্কায় নারী আইনজীবীর মৃত্যু জিয়া সাইবার ফোর্সের সহ তথ্য ও গবেষণা সম্পাদক হলেন পলাশ

কুষ্টিয়ার গড়াই নদে কুমির, খাবার হিসেবে চরে ছাড়া হয়েছে ছাগল ও হাঁস-মুরগি





নিজস্ব প্রতিনিধি:





কুষ্টিয়া শহর সংলগ্ন পদ্মা নদীর শাখা গড়াই নদে কয়েক দিন ধরে একাধিক কুমির দেখা গেছে। কুমির দেখতে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের জুগিয়া ভাটাপাড়া গোরস্তান এলাকায় গড়াই নদের পাড়ে ভিড় করছেন স্থানীয় বাসিন্দারা। নদে কম পানিতে কুমিরের দেখা পাওয়ায় জেলেরা মাছ ধরতে পানিতে কম নামছেন। এদিকে কুমিরদের খাবার দিতে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) কুষ্টিয়া শাখার সহসভাপতি ও পাখিপ্রেমী শাহাব উদ্দিন নদের চরে ছাগল ও হাঁস-মুরগি ছেড়েছেন। তবে সেগুলো খেতে মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল পর্যন্ত কুমির যায়নি। গতকাল সকাল থেকে দুই থেকে তিনবার কয়েক সেকেন্ডের জন্য কুমির মাথা উঁচু করেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। ওই দিন বেলা দুইটার দিকে গড়াই নদের পাড়ে গিয়ে দেখা যায়, বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশু নদের পাড়ে বসে আছেন। তাঁরা কুমির দেখতে সকাল থেকে সেখানে আছেন। পদ্মার উৎসমুখ থেকে অন্তত এক কিলোমিটার দূরে গড়াই নদের ভাটাপাড়া এলাকা। সেখানে নদের মাঝে চরও জেগেছে। চর জাগার এক পাশে ফালি হয়ে কিছু পানি জমে আছে। সেই পানিতে মূলত কুমির দেখেছেন স্থানীয় লোকজন। কুমির দেখা লোকদের একজন স্থানীয় জেলে খাদিমুল ইসলাম। তিনি চার দিন ধরে কুমির দেখেছেন। কুমিরের ভয়ে মাছ ধরতে পানিতে নামছেন না। এ জন্য সেখানে ঝালমুড়ি বিক্রি করছেন। তিনি বলেন, ‘নেজের (লেজ) দিকটা চিকন বড়। আর এত্ত বড় মাথা। গায়ে কাঁটা কাঁটা। কুমির ওঠে আর ডুব দেয়। ভয়ে আর নামছিনে। মানুষ দেখতে আসছে। তাই ঝালমুড়ি বিক্রি করছি।’ নদের পাড়ে দাঁড়িয়ে থাকা জুগিয়া এলাকার বাসিন্দা পেশায় ট্রাকচালক সুজন ইসলাম বলেন, ‘গত শুক্রবার বেলা ১১টার দিকে আমি নদে কুমির দেখি। বড় আকারের কুমিরটি জেগে ওঠা চরে শরীরের অর্ধেক বের হয়ে শুয়ে ছিল। সেটা মুঠোফোনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কয়েক মিনিট লাইভও করেছিলাম। এরপর আরও দুই দিন দেখেছি।’ কুমিরের খবর পেয়ে সোমবার সেখানে দুটি মুরগি নিয়ে যান শাহাব উদ্দিন। সারা দিন রাখলেও সেটা খেতে কুমির আসেনি। এরপর মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে সেখানে নদের পাড়ে জেগে ওঠো চরে একটি মোটাতাজা ছাগল বেঁধে রাখেন তিনি। পাশাপাশি পানিতে চারটি হাঁসও ছেড়ে দেন। শাহাব উদ্দিন বলেন, এখন শুষ্ক মৌসুমে নদের পানি শুকিয়ে যাচ্ছে। হয়তো কোনোভাবে কুমির এখানে এসেছে। কিন্তু সে কোনো খাবার পাচ্ছে না। এ জন্য হাঁস, মুরগি ও ছাগল আনা হয়েছে। কুমির সংরক্ষণ করতে হবে। তার সঙ্গে ভাব জমাতে এই ব্যবস্থা করা হয়েছে। যদি উদ্ধার করা যায়। বিষয়টি বন বিভাগকেও জানানো হয়েছে।

এই ক্যাটাগরির আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক দিনের সমাচার
Theme Customized By Theme Park BD
error: Content is protected !!