মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা! প্রতিবাদে কুষ্টিয়ায় ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিনিধি :






ভারতের আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কুষ্টিয়া জেলা কমিটি। বুধবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় কুষ্টিয়া শহরতলীর কাস্টম মোড় থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড়ে এসে সমাবেশ করে।

এ সময় কুষ্টিয়ার বিভিন্ন কলেজের শিক্ষার্থী, শিক্ষক, সহ নানা শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন মিছলটিতে।

মিছিলে শিক্ষার্থীরা, ‘দিল্লি না ঢাকা? ঢাকা, ঢাকা’, ‘হাইকমিশনে হামলা কেন? দিল্লি তুই জবাব দে’, ‘কসাই মোদীর বিরুদ্ধে, লড়াই করো একসাথে’, ‘বাংলাদেশে হামলা হলে, সেভেন সিস্টার্স থাকবে না’, ‘দিয়েছি তো রক্ত, আরো দেবো রক্ত’, ‘হাইকোর্ট না রাজপথ? রাজপথ, রাজপথ’, ‘ভারতীয় আগ্রাসন, নিপাত যাক’, ‘গোলামী না আজাদী? আজাদী, আজাদী’, এবং ‘ভারতীয় আগ্রাসন, চলবে না, চলবে না’, এসকল শ্লোগান দিতে দেখা গেছে।

oplus_2

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলার আহবায়ক হাসিবুর রহমান, সদস্য সচিব মো: মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক আবরার খান, জাতীয় নাগরিক কমিটি প্রতিনিধি সুলতান মারুফ তালহা, লিমন আহমেদ, ইঞ্জিনিয়ার আবির হাসান উজ্জ্বল প্রমুখ। এসময় বক্তারা বলেন, ভারত বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে মেতেছে। তারা ইতোমধ্যে আন্তর্জাতিক আইন লংগন করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে হুমকি দিয়েছে। বাংলাদেশের ছাত্র জনতা এর দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত। দিল্লি দীর্ঘ ১৫ বছর বাংলাদেশকে তাদের অধীনস্ত করে রেখেছিল। তারা প্রতিবেশির আচরণ ভুলে প্রভুর আচরণ করতে চায়। বাংলার মানুষ কখনো দিল্লির আধিপত্যবাদকে মেনে নেয়নি, নিবে না। ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে দিল্লির প্রভুত্ব কখনো মেনে নেওয়া হবে না। তারা আজকে বাংলাদেশের হাইকমিশনে হামলা করে আমাদের সার্বভৌমত্বের ওপর আঘাত হেনেছে। দিল্লির বিরুদ্ধে বাংলার জনগণ এক ও অভিন্ন। আমাদের সংগ্রাম চলবে।