ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের গবেষণাগারে বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। এ ছাড়া গবেষণাগারের যন্ত্রপাতি আগুনে পুড়ে গেছে। বুধবার (৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিভাগটির মাস্টার্সের তিন শিক্ষার্থী থিসিসের কাজ করার সময় এ ঘটনা ঘটে। রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি অধ্যাপক ড. শরিফ আল রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন প্রাথমিক চিকিৎসার পর সবাই সুস্থ আছেন। আহত শিক্ষার্থীরাদের মধ্যে নুরে তাবাসসুমের মুখ ফুলে যায়, রকিবুল ইসলামের শ্বাসকষ্টজনিত সমস্যা হয় এবং আনিকা খাতুনের পা মচকে যায়। তাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শিক্ষার্থীরা জানায়, অত্যাধিক হিটের কারণে ডিস্টেলেশন কলাম ব্লাস্ট হয়ে পেট্রোলে আগুন লেগে যায়। এতে কিছু যন্ত্রপাতি পুড়ে যায়। পরে শিক্ষার্থীরা পেট্রোল নিচে ফেলে দিয়ে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নেভায়। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী বলেন, আমরা কয়েকজন থিসিসের কাজ করার সময় ডিস্টেলেশন ব্লাস্ট হয়ে নুরে তাবাসসুম আপুর মুখে এসে লাগে। এতে পাশে থাকা পেট্রোলে আগুন লেগে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে পুরো কক্ষটি অন্ধকার হয়ে যায়। আমি দ্রুত এসে সুইচগুলো অফ করে দিই এবং পেট্রোলের বোতল নিচে ফেলে দেই। তারপর বাহিরের সুইচগুলো বন্ধ করে দিয়ে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নিভাই।