কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে গতকাল রাতে পুলিশ লাইন্স এর মাঠ প্রাঙ্গনে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ এবং টিআরসি পদে চুড়ান্তভাবে উত্তীর্ণদের জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, ও সভাপতি ট্রেইনি রিক্রুট কনস্টেবল (পুরুষ /নারী) নিয়োগ পরীক্ষা বোর্ড প্রার্থীদের এ ফুলেল শুভেচ্ছা জানান। নিয়োগ সূত্রে জানা যায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনষ্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন করেন নারী/পুরুষসহ ৪ হাজার ৬শত জন পরীক্ষার্থী। প্রথম ধাপে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করেন ৫শত ৮৭জন, ২য় ধাপে লিখিত পরীক্ষায় ১১১জন এবং ৩য় ধাপে প্রাথমিক নির্বাচিত (মেধা কোটায়) ৫৪ এবং মুক্তিযোদ্ধা কোটায় ৩জন, ২জন নারী এবং ৫৫জন পুরুষ সহ সর্বমোট ৫৭জন পরীক্ষায় উর্ত্তীণ হয়ে নির্বাচিত হন এবং অপেক্ষামান তালিকায় রয়েছেন আরও ৬জন পরীক্ষার্থী। মিজানুর রহমান, জেলা পুলিশ সুপার, সভাপতি, পুলিশে ট্রেইনি রিক্রুট কনষ্টেবল (টিআরসি), মীর আসাদুজ্জামান, বিপিএম অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, সাতক্ষীরা ও সদস্য, পুলিশে ট্রেইনি রিক্রুট কনষ্টেবল (টিআরসি) এবং আবদুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মেহেরপুর ও সদস্য পুলিশে ট্রেইনি রিক্রুট কনষ্টেবল (টিআরসি) নিয়োগ কমিটির গতকাল অর্থাৎ ৪ ডিসেম্বর মাসে এক স্বাক্ষরিত এ ফলাফল প্রকাশ করা হয়।

মেধা কোটায় রয়েছে যারা ২৭১০৪৩১, ২৭১০৮৯১, ২৭১০৮৬১, ২৭১০৯১৪, ২৭১০৭৮৮, ২৭১০৭৬৯, ২৭১০৫৫০, ২৭১০৬৬৯, ২৭১০৪৪২, ২৭১০৮৮৪, ২৭১০৮৯০, ২৭১০৮২৩, ২৭১০৯৫৭, ২৭১০৪২৭, ২৭১০৮৬৩, ২৭১০৪১৮, ২৭১০৪৪৪, ২৭১০৯৯৫, ২৭১০৪৪১, ২৭১০৯২৫, ২৭১০৪২০, ২৭১০৪৫১, ২৭১০৮৮৫, ২৭১০৬২১, ২৭১০৪২৪, ২৭১০৪৫০, ২৭১০৪৪৩, ২৭১০৭৫৯, ২৭১০৭৭৪, ২৭১০৬০৮, ২৭১০৯৯৮, ২৭১০৭৬০, ২৭১০৭৭৩, ২৭১০৪১২, ২৭১০৪৭৫, ২৭১০৫২৬, ২৭১০৮২৫, ২৭১০৬২৭, ২৭১০৭০৭, ২৭১০৮১৩, ২৭১০৭৯৩, ২৭১০৫০৫, ২৭১০৭৬২, ২৭১০৬৭৯, ২৭১০৭৮০, ২৭১০৮৪৪, ২৭১০৭৫২, ২৭১০৫৭৭, ২৭১০৪৭১, ২৭১০৭৫৪, ২৭১০৭৬৪, ২৭১০৪৬৩, ২৭১০৪৯৬, ২৭১০৫৬৮= ৫৪জন
মুক্তিযোদ্ধা কোটায় পুরুষ ঃ ২৭১০৬৩৪, ২৭১০৫১৮, ও ২৭১০৬১৪=৩জন।
অপেক্ষমান তালিকায় রয়েছে যারা ঃ ২৭১০৮৮৮, ২৭১০৯২৩, ২৭১০৬৬১, ২৭১০৭৩৭, ২৭১০৯২০, ২৭১০৭৮৯= ৬জন ।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার বলেন ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চূড়ান্তভাবে উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহবান জানান। পরবর্তীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ প্রাপ্তদের ফুলেল শুভেচ্ছা জানান এবং নিয়োগপ্রাপ্তদের সহিত শুভেচ্ছা বিনিময়কালে নিয়োগপ্রাপ্ত হয়ে পুলিশ সুপার মন থেকে দোয়া করেন। এ সময় উর্দ্ধতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
নিয়োগপ্রাপ্তরা বলেন পুলিশের চাকরি পেতে তাদের কোন হয়রানী বা অতিরিক্ত ঘুষ ছাড়ায় ১২০ টাকায় এই চাকরী পেয়েছেন তারা।