মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ ও প্রতিবাদ র‍্যালি

প্রকাশিত হয়েছে -




মোঃ রবিউল ইসলাম হৃদয় :





ভারতের আগরতলায় বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র-জনতা কুষ্টিয়া জেলার বিক্ষোভ ও প্রতিবাদ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় সময় কুষ্টিয়া শহরের পাবলিক লাইব্রেরির সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে মজমপুর রেলগেট থেকে গুড়ে থানার মোড় বক চত্বরে এসে শেষ হয়। র‍্যালিতে প্রায় কয়েক হাজার জনগন অংশগ্রহন করেন।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক কমিটির সমর্থক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার প্রধান সমন্বয়ক মোঃ তৌকির আহমেদ, আব্দুল খালেক,কেএমআর শাহীন,সাজেদুর রহমান বিপুল,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার যুগ্ন-সদস্য সচিব সুজন মাহমুদ, আব্দুর জব্বার,শরিফুল ইসলাম সবুজ,এবাদত আলী সহ আরও অনেকে।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি রিদুল আহমেদ ,সামিউর রহমান , আব্দুল্লাহ আল মামুন,সাজিদ আহমেদ,খোকন হোসেন সহ আরো অনেকে।

বক্তব্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার প্রধান সমন্বয়ক মোঃ তৌকির আহমেদ বলেন, বাংলার বিন্দু মাসী ভারতে বসে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দন্দ লাগানোর চেষ্টা করছে। বাংলার মানুষ যখন একাতাবদ্ধ,বাংলার মানুষ এখন স্বাধীন, বাংলার মানুষ এখন পরাধীনতার শিকলে আবদ্ধ না। উপমহাদেশের মধ্যে ভারতের একটাও বন্ধু রাষ্ট নেই।আপনারা জানেন নেপালে এত শতাংশ হিন্দু থাকার পরেও ভারতের সাথে নেপাল বন্ধু সউলভ আচরন করে না। তারমানে এখানে স্পষ্ট ভারত তাদের স্বার্থ হাসিলের জন্য পৃথিবীর সকল রাষ্ট্রকে তারা ইচ্ছা প্রহর করে।

শরিফুল ইসলাম সবুজ বলেন, বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলা ও আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে কুষ্টিয়া জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে বিক্কগোভ মিছিল ও র‍্যালি করেছি। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে এই উগ্রবাদী সংগঠন ইস্কন তাদের উগ্রবাদ ছড়ানোর জন্য দেশে এবং বিদেশে আমাদের দেশের বিরুদ্ধে দালালদের সাথে গভীর ষড়যন্ত্র করছে। আমরা এই ষড়যন্ত্রকে রুখে দাড়াবো।