নিজস্ব প্রতিবেদক :
কুষ্টিয়া সদর উপজেলার মিনাপাড়া এলাকায় এক দরিদ্র পরিবারে জন্মগ্রহন করেন মেঘলা খাতুন। জন্মগ্রহনের পর থেকেই তার শরীরে দেখা দেয় নানা রোগবালায়। মেঘলার বাবা সুজন হোসেন ও মা নিপা খাতুন দিনমজুর এবং বাসা বাড়িতে কাজ করে কোন রকম চলে তাদের সংসার। বর্তমানে মেঘলার বয়স ৮ বছর, পড়াশোনা করেন দ্বিতীয় শ্রেনীতে। দিন দিন মেঘলা যত বড় হচ্ছে ততই বাড়ছে তার বেচেঁ থাকার নিশ্চয়তা। কারন মেঘলার শরীরে বাসা বেঁধেছে নানা ধরনের রোগবালায়। বর্তমানে মেঘলার শরীরের বিভিন্ন টেষ্ট রিপোর্টে মিলেছে হার্ড ছিদ্র, রক্তে জীবানু, নাকে পলিপাস, পেরালাইস সহ অনেক ভয়াবহ রোগ। দীর্ঘদিন ধরে সহায়সম্বল বিক্রি করে কুষ্টিয়া, ঢাকা, রাজশাহীসহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েও এসব রোগ নিরাময় করতে ব্যার্থ হয়েছে মেঘলার পরিবার। মেঘলার মা নিপা খাতুন জানান, বর্তমানে মেঘলার শরীরের অবস্থা খুবই খারাপ। চিকিৎসক বলেছেন উন্নত চিকিৎসার জন্য ভারতের হাসপাতালে দেখাতে। উন্নত চিকিৎসায় মেঘলা সুস্থ হয়ে উঠতে পারেন। তবে ধারদেনা করে এতদিন কোনোভাবে চিকিৎসার খরচ চালালেও এখন তিনি খুবই অসহায় হয়ে পড়েছেন। আর চিকিৎসার ব্যয়ভার বহন করা তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই সমাজের বিত্তশালী ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন মেঘলার পরিবার। মানুষের একটু সহযোগিতায় মেঘলা ফিরে পেতে পারে সুন্দর সুখের জীবন। মানবিক দিক বিবেচনা করে আর্থিক সাহায্যের জন্য এগিয়ে আসতে মেঘলার বাবা সুজন হোসেন ও মা নিপা খাতুন আবেদন জানিয়েছেন সবাইকে।
সাহায্য পাঠানোর ঠিকানা : মেঘলার মা নিপা খাতুন, ঢাকা মিনাপাড়া, জগতি, কুষ্টিয়া। মোবাইল নাম্বার: ০১৭০৮-৬১৪৮৯৮ (বিকাশ)।
সাহায্য পাঠানোর ঠিকানা : মেঘলার মা নিপা খাতুন, ঢাকা মিনাপাড়া, জগতি, কুষ্টিয়া। মোবাইল নাম্বার: ০১৭০৮-৬১৪৮৯৮ (বিকাশ)।