1. admin@protisomoyersomachar.com : admin : chayan ahmed
ইবি রিপোর্টার্স ইউনিটির নবাগত সভাপতি শাহীন ও সম্পাদক সামি - দৈনিক দিনের সমাচার
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জাল সনদে চাকরি নেওয়া কুষ্টিয়ার আওয়ামী লীগ নেত্রী চাকরিচ্যুত কুষ্টিয়া চেম্বারের পরিচালকের সাথে জাতীয় পার্টির (কাজী জাফর) শুভেচ্ছা বিনিময় তারুণ্যের শক্তিতেই মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব — জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় সহ-সম্পাদক সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের প্রধান হলেন সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কুষ্টিয়ায় রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, অস্ত্রের মুখে চিকিৎসার টাকা লুট কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির মতবিনিময় নেতাকর্মীদের বই উপহার দিয়ে প্রশংসিত জিয়া সাইবার ফোর্সের নেতা পলাশ কুষ্টিয়ায় বাসের ধাক্কায় নারী আইনজীবীর মৃত্যু জিয়া সাইবার ফোর্সের সহ তথ্য ও গবেষণা সম্পাদক হলেন পলাশ

ইবি রিপোর্টার্স ইউনিটির নবাগত সভাপতি শাহীন ও সম্পাদক সামি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}




ইবি প্রতিনিধিঃ





সত্যের পক্ষে কলম ধরতে হবে: উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ





ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে নবাগত সভাপতি একুশে টেলিভিশন (ইটিভি) ক্যাম্পাস প্রতিনিধি শাহিন আলম ও সাধারণ সম্পাদক দৈনিক শেয়ার বিজের ক্যাম্পাস প্রতিনিধি সামি আল সাদ আওন নির্বাচিত হয়েছেন।

‘সত্য সন্ধানে মুক্ত কলম সৈনিক’ স্লোগানকে সামনে রেখে পথচলা ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মরত মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাংবাদিকদের সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী পরিষদ-২০২৪-২৫ এর নির্বাচন ভোটের মাধ্যে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে  বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অবস্থিত ইবি রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে ৩ টা পর্যন্ত সরাসরি ভোটগ্রহণ সম্পন্ন হয়।
পরে ফলাফল ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, টিএসসিসি পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী, লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. আকতার হোসেন, জার্নালিজম বিভাগের প্রভাষক তন্ময় সাহা জয় এবং বিভিন্ন বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।

এদিকে উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম,  নির্বাচন কমিশনার হিসেবে সহকারী প্রক্টর বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিন্নাতুল করিম আকন্দ এবং ইইই বিভাগের অধ্যাপক ড. মোহা. খাইরুল ইসলাম।

এছাড়া দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইবি শাখা ছাত্রশিবির, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী, বিশ্ববিদ্যালয় সামাজিক ও সাংস্কৃতিক ঐক্যমঞ্চ ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় তারা নবগঠিত সদস্যদের অভিনন্দন জানান।

এসময় প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ের কল্যানে কাজ করতে হবে। সৎ সাংবাদিকতা করলে সমাজে টিকে থাকা যায়। সত্যের পক্ষে কলম ধরতে হবে। ছাত্ররা আমার প্রাণ হৃদয়ের স্পন্দন। সু-নাম অর্জন করতে পরিশ্রম করতে হবে। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা গুরুত্বপূর্ণ একটি অংশ। সাংবাদিকরা ভালো খারাপ দুটো দিকই  তুলে ধরবে। তবে খারাপ কোন কিছু তুলে ধরার আগে সত্যতা যাচাই করে প্রকাশ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি অক্ষুন্ন রেখে গঠন মূলক সংবাদ প্রচার করতে হবে।

নবনির্বাচিত সভাপতি শাহীন আলম বলেন,  আমরা চেষ্টা করবো যেন সবার মাঝে প্রতিযোগিতা থাকলেও কখনো প্রতিদ্বন্দ্বীতা না থাকে। ভ্রাতৃত্ব বজায় রেখে সবার সাথে মিলেমিশে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক সামি আল সাদ আওন বলেন, কলম সৈনিক হিসেবে সংগঠনের সবাইকে সাথে নিয়ে সততা ও নিষ্ঠার সাথে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার চেষ্টা করবো। সংগঠন ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি যাতে অক্ষুন্ন থাকে এবং সকলকে সাথে নিয়ে কাজ করতে চান।

এই ক্যাটাগরির আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক দিনের সমাচার
Theme Customized By Theme Park BD
error: Content is protected !!