ইবিতে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্ব হস্তান্তর
ইসলামী বিশ^বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সদ্যবিদায়ী ডিন ও বর্তমান ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম নতুন নিয়োগপ্রাপ্ত ডিন প্রফেসর ড. বেগম রোকসানা মিলির নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছেন। সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে রবিবার দুপুর ১২ টার দিকে অনুষদের ডিনের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ দায়িত্ব হস্তান্তর করেন।
প্রফেসর ড. রোকসানা মিলির সভাপতিত্বে এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সাবেক ডিন প্রফেসর ড. এ. কে. এম. মতিনুর রহমান ও প্রফেসর ড. রাকিবা ইয়াসমিন সহ অনুষদভুক্ত বিভাগসমূহের সভাপতি ও সিনিয়র শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন। সঞ্চালনায় ছিলেন লোক প্রশাসন বিভাগের প্রফেসর মোহাম্মদ সেলিম।
প্রধান অতিথির বক্তব্যে ট্রেজারার আশা প্রকাশ করে বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একদিন সামাজিক বিজ্ঞান অনুষদ নেতৃত্ব দেবে, অন্য অনুষদগুলো তাকে অনুসরণ করবে। এই পর্যায়ে পৌঁছার জন্য এই অনুষদভুক্ত বিভাগগুলোর যে সাহায্য-সহযোগিতা প্রয়োজন ট্রেজারার হিসেবে তিনি তা করার প্রতিশ্রুতি দেন।