মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিবেদক :





আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে কুষ্টিয়া জেলা জামায়াতের উদ্যোগে জেলা নায়েবে আমীর আব্দুল গফুর এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যালি করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দ।
র‍্যালিটি কুষ্টিয়া ডিসি কোর্ট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মজমপুর গেট প্রদক্ষিণ করে এনএস রোডের শহীদ চত্বর (পাঁচ রাস্তার মোড়) গিয়ে শেষ হয়।পরে সেখানে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল গফুর, জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হক, কুষ্টিয়া শহর শিবিরের সভাপতি সেলিম রেজা, কুষ্টিয়া জেলা শিবিরের সভাপতি ইমরান হোসাইন সহ নেতৃবৃন্দ।
বক্তব্যে নেতৃবৃন্দরা বলেন, বিগত সরকারের আমলে যত গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে যেসব মানবাধিকার লঙ্ঘন হয়েছে প্রতিটি অন্যায়ের সঠিক বিচার দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে। এবং আগামীতে কেউ যেন মানবাধিকার লঙ্ঘন করতে না পারে সে বিষয়ে কঠোরভাবে সজাগ থাকতে হবে।