নিজস্ব প্রতিবেদক :
কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা চালিয়ে ১৯৭ বোতল ফেন্সিডেল সহ রুবিনা খাতুন (৩৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩ টার সময় মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের চারুলিয়া মধ্যপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী চারুলিয়া এলাকার হাসান মালিথার স্ত্রী মোছাঃ রবিনা খাতুন (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোহাম্মদ মমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই রাকিবুল ইসলাম,
এএসআই বিপুল আলী, কনস্টেবল রাশেদ সহ সঙ্গীও ফোর্স চারুলিয়া এলাকায় হাসান মালিথার বাড়িতে অভিযান পরিচালনা করে ১৯৭ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল সহ রুবিনা খাতুন নামে এক নারীকে গ্রেফতার করে। এ সময় পুলিশের উপস্থিতি লক্ষ্য করে রুবিনা খাতুনের স্বামী মাদক ব্যবসায়ী হাসান মালিথা পালিয়ে যায়।
এলাকাবাসীর মতে, রুবিনা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার গ্রেফতারের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ওসি মোঃ মমিনুল ইসলাম বলেন, আসামির বাড়িতে মাদক বিক্রয় চলছে এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে মাদকসহ নারী আসামীকে হাতেনাতে গ্রেফতার করি। এ সময় ওই নারীর স্বামী পালিয়ে যেতে সক্ষম হয়। উক্ত ঘটনায় মিরপুর থানায় একটি মাদক মামলা দায়ের হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। মিরপুর থানা এলাকায় পুলিশি টহল, ওয়ারেন্ট তামিল সহ সকল প্রকার অপরাধ নির্মূলে পুলিশে অভিযান জোরদার করা হয়েছে।