নিজস্ব প্রতিবেদক :
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে পতিত সরকারের গুম খুনের বিচার দাবী করে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে ছাত্রদল। মঙ্গলবার বলা ১১টায় কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে সরকারি কলেজের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন শাখার কয়েকশ’ ছাত্রদল নেতাকর্মী অংশ নেয়। বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের আহবায়ক মাজাক্কির রাব্বি ও সদস্য সচিব খদকার নিশাদ আহম্মদ।
এ সময় বক্তারা বলেন, স্বৈরাচার হাসিনা সরকারের আমলে ছাত্রদলের নেতাকর্মী, বিএনপি নেতাকর্মী এবং সাধারণ মানুষের উপরে ব্যাপক অত্যাচার করা হয়েছে, গুম করা হয়েছে খুন করা হয়েছে, বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে, সকল হত্যার বিচার দাবি করেন তারা, সেই সাথে এখনো যারা ফিরে আসেনি তাদের সন্ধান চান তারা। তারা বলেন ছাত্রদলের অনেক নেতাকর্মীকে গুম করা হলেও এখনো তারা ফিরে আসেনি, তারা কোথায় আছে কিভাবে আছে তা বের করা প্রয়োজন বলে মনে করেন তারা।
কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত বলেন, খুনি হাসিনার সরকারের আমলে যতগুলো বিচারবহির্ভূত হত্যাকান্ড হয়েছে প্রতিটা হত্যাকান্ডে শেখ হাসিনাকে আসামি করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারকার্য পরিচালনা করতে হবে।
গুমের শিকার ছাত্রদল নতাকর্মী ও সকল নাগরিকের মুক্তি ও আওয়ামীলীগ ও আইনশৃখলা বাহিনীর হাতে নির্মম হত্যাকান্ডে ও নির্যাতনের ঘটনারও যথাযথ বিচার দাবী করেন ছাত্রদল নেতারা। এসময় তারা পতিত আওয়ামীলীগ সরকার ও শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন স্লোগান দেন।
কুষ্টিয়া সরকারি কলেজে ছাত্রদলের আহবায়ক জুয়েল উদ্দিন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব আশরাফুল ইসলাম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোক্তাদির রহমান, সদস্য হাফিজুর রহমান, হৃদয় হোসেন, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রুমি, যুগ্ম আহবায়ক মো:শিমুল হোসেন, যুগ্ম আহবায়ক মসনোদ হোসেন,কুষ্টিয়া শহর ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল আহম্মেদ সজল, কুষ্টিয়া সদর থানা ছাত্রদলের আহবায়ক সোহাগ আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক সজীব খান প্রমুখ।