মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিবেদক :





কুষ্টিয়া শহরের কোর্টপাড়ায় অবস্থিত রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে অংশ নেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। মানববন্ধন সমাবেশে শিক্ষার্থীরা বলেন, একটি কুচক্রী মহল স্বনামধন্য বিদ্যাপিট রবীন্দ্র মৈত্রী বিশ^বিদ্যালয় নিয়ে নানা অপপ্রচার চালাচ্ছে। সুবিধাবাদী এই চক্রটি প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করতে উঠে পড়ে লেগেছে। শিক্ষার্থীরা হুশিয়ারি দিয়ে বলেন, যে বা যারা রবীন্দ্র মৈত্রী বিশ^বিদ্যালয় নিয়ে নানা অপপ্রচারে লিপ্ত তাদের এসব কর্মকান্ড বন্ধ না করলে লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়া রবীন্দ্র মৈত্রী বিশ^বিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থীরা বলেন, আমাদের বিশ^বিদ্যালয় নিয়ে একটি মহল বিভিন্ন ধরনের মিথ্যা ও উদ্দেশ্যমূলক তথ্য উপাত্ত ছড়িয়ে যাচ্ছে। প্রশ্ন জালিয়াতি, সার্টিফিকেট বিক্রিসহ বিভিন্ন মনগড়া অভিযোগ এনে প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। অন্য এক শিক্ষার্থী বলেন, বিশ^বিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের অভ্যন্তরীন দ্বন্দ্বকে একটি পক্ষ উসকে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। যা অত্যন্ত ঘৃর্ণিত কাজ বলে আমরা আজ রাস্তায় নেমে এসেছি। মানববন্ধনে অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থী এসময় দাবি করেন, নিজেদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য যে বা যারা চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে পরিষ্কার করে বলতে চাই, আমাদের প্রিয় বিদ্যাপিট নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও মনগড়া অভিযোগ বন্ধ করতে হবে। প্রতিষ্ঠানের অনিষ্ঠকারী কোন মহল যেন রবীন্দ্র মৈত্রী বিশ^বিদ্যালয় নিয়ে ষড়যন্ত্র না করে।