আমি নিম্নস্বাক্ষরকারী মোছাঃ জেসমিন আরা (৪১) পিতা: মোঃ ফজলুল হক, মাতা: মোছাঃ আশুরা বেগম, জাতীয় পরিচয় পত্র নং: ৭৩০৬০৬১৬৫১ ঠিকানা (স্থায়ী) গ্রাম-হিড়িমদিয়া, থানা ভেড়ামারা, জেলা- কুষ্টিয়া ও ঠিকানা (বর্তমান), গ্রাম-পরানখালী- জুনিয়াদহ, থানা ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া,মোবাইল নং -০১৭৩২০০৪১৪৪।
এই মর্মে জানাচ্ছি যে, গত রোজ মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ সকাল ১১:০৩ ঘটিকার সময় কুষ্টিয়া সদর থানাধীন ওয়ার্ড নং-১৮ ইউনিয়ন/ওয়ার্ড এর মজমপুর এলাকা থেকে আমার ডকুমেন্ট হারিয়ে গিয়েছে।
যার রেজিষ্টেশন নং: 17-0-23-420-428,
রোল নং: 17-0-23-420-428 সাল 2020 বিভাগ: বিএ, শিক্ষাবর্ষ: 2020 কোড নং 420 সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে, এখন পর্যন্ত খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায় নাই, খোঁজাখুঁজি অব্যাহত আছে। এমতাবস্থায়, উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য কুষ্টিয়া সদর থানায় সাধারন ডাইরীভূক্ত করা হয়েছে।যার জিডি ট্র্যাকিং নং: 71NNG6,জিডি নং: ৭৮৯
বিনীত
মোছাঃ জেসমিন আরা